L O A D I N G

সকলের একটাই জিজ্ঞাসা: আপনারা সার্ভিস চার্জ এতো বেশী নেন কেন ?

আমরা যদি তিনটা প্রশ্ন করি ….উত্তর দিতে পারবেন ?
১. বাংলাদেশে ১০৪টা প্রাইভেট ইউনিভার্সিটিতে এমবিএ-র কোর্স ফি কি একইরকম ? ডিগ্রীতো একই ….এমবিএ !
নর্থ সাউথের ফি আর প্রাইম ইউনিভার্সিটির ফি কি সমান ? যতদূর জানি , আকাশ-পাতাল পার্থক্য !
২. ঢাকা শহরের সকল ফাইভ ষ্টার হোটেলের এক কাপ কফির দাম আর টং দোকানে বিক্রি করা কফির ভ্যালু , স্বাদ কি একইরকম ? অথচ বলার সময় তো ঠিকই বলি ….একটা কফি প্লিজ !
৩. আপনার পাসপোর্টে আমেরিকার ,কানাডার ,সেনজিনের , অস্ট্রেলিয়ার ভিসা লাগানোর জন্য এতো উদগ্রীব থাকেন কেন ? বিশ্বে তো আরো দেশ আছে | যেমন , জাম্বিয়া , বুরুন্ডি , ইথিওপিয়া , সিয়েরালিওন , আফগানিস্তান , কম্বোডিয়ার ভিসার জন্য তো কারো তেমন কোনো মাথা ব্যথা নেই | ওই দেশের ভিসাও তো ভিসা |

আশা করছি , আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন | এখন আপনি যদি গলির মোড়ের ফার্মেসির কম্পাউণ্ডারকে দিয়ে আপনার ব্রেইনের টিউমার অপসারণ করাতে চান , তাহলে বলার কিছু নেই | — শা অ্যাডমিন ম্যানেজার |

Leave a Comment