মার্কেটে একটা কথা প্রচার আছে যে শা এসোসিয়েটসের সার্ভিস চার্জ নাকি অনেক বেশী | কথাটা মিথ্যা নয় !! একজন ছাত্র বা ছাত্রীর মেধাকে পুরোপুরি মূল্যায়ন করে তার পছন্দের দেশে ভর্তি, ভিসা , ভিসা পরবর্তী আনুষঙ্গিক কাজকর্ম নিখুঁতভাবে সম্পন্ন করে ওই ছাত্র বা ছাত্রীর মুখে হাসি ফুটানো …এতো সহজ নয় কিন্তু !! ক্যারিয়ার নিয়ে খেলা আর ফুটবল খেলা কিন্তু এক নয় !! যারা এইসব মেধাবী সন্তানদের নিয়ে খেলে, তাদের দলে শা নেই |
আমরা প্রতি সেশনে মাত্র দুইজন মেধাবী ছাত্র-ছাত্রীর জন্য বিনা পারিশ্রমিকে কমপ্লিট সার্ভিস দিতে চাই, তাদেরকে একটি টাকাও দিতে হবে না | পছন্দের দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং ভিসা হওয়ার পর উনারা নিজ দায়িত্বে টিকেট , টিউশন ফি পে করে তারপর ফ্লাই করবেন | আমরা চেষ্টা করবো , ফলাফল অনুযায়ী ওই স্টুডেন্টের স্কলারশিপ ব্যবস্থা করে দিতে | যাতে তাকে অযথা টিউশন ফির বাড়তি চাপ সামলাতে না হয় |
বাকি সব খরচ-পাতি আমাদের | যেমন- এপ্লিকেশন ফী, ভিসা ফি, মেডিকেল ফি , ডকুমেন্ট প্রসেসিং ফী , যেখানে যা লাগে আর কি !!
আছে, এমন কোনো মেধাবী ছাত্র-ছাত্রী আপনার জানামতে !! যোগাযোগ করুন — সুপ্রিয় কুমার চক্রবর্তী, প্রধান নির্বাহী কর্মকর্তা , শা এসোসিয়েটস বরাবর ডাকযোগে ডকুমেন্টস পাঠিয়ে অথবা ইমেইলে ( [email protected] ) | সরাসরি স্বাক্ষাতের কোনো প্রয়োজন নেই | নির্বাচিত ছাত্র-ছাত্রীকে আমরাই ডেকে নেবো | শা এসোসিয়েটস কথা দেয়, কথা রাখে ||