আমাদের ফেসবুক পোস্ট দেখে অনেকেই ফোনে জানতে চান , ” আপনারা বলছেন IELTS ছাড়া হবে না ; তাহলে অন্যান্য ফার্ম কিভাবে IELTS ছাড়া পাঠাচ্ছে ! নাকি আপনারা পাঠাতে পারেন না ! ” আরে বাবা , কি মুশকিল ? কানে হেডফোন লাগিয়ে কেউ একজন রেললাইনের উপর দিয়ে হাঁটলে আমার ও কি ওই সিস্টেমে হাঁটতে হবে ? তাহলে আমার সাথে উনার পার্থক্য রইলো কোথায় ? একেকটি ফার্মের বিজনেস পলিসি একেকরকম , আমরা কারো বিজনেস টেকনিক , ঐশ্বরিক ক্ষমতা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না ; এটা আমাদের কাজ ও না ! একজন স্টুডেন্ট আমাদের বড় এডভাইজার , কারণ তারা অনলাইনে সব পড়ে, জেনে-শুনে তারপর আমাদেরকে নক করেন ! আমরা তাদের এই মেধাকে বুদ্ধিকে সন্মান জানাই | অনেকে আবার নানান কমেন্টসও করেন : আমরা বাংলায় পোস্ট দেই কেন ? বাংলাদেশে যতগুলো মাল্টিনেশনাল ব্যাঙ্ক , টেলিকোম্পানি আছে, তাদের প্রত্যেকের বিজ্ঞাপনগুলো খেয়াল করেন ; সবইতো বাংলায় ! তাহলে কি তাদের ব্যবসা কম হচ্ছে ? ছাত্ররা চায় তাদের স্বপ্নপূরণে সঠিক দিক-নির্দেশনা , ফলোআপ , মূল্যবান গাইডলাইন , প্রপার চ্যানেলে পারফেক্ট কাজ ; তারা চায় সাফল্য | এই আধা-খাচ্রা বাংলিশ বিজ্ঞাপনের ভাষা, বিদেশী ছবির ইমেজের সাথে দারুন দারুন সব অফার তাদের কোনো কাজে আসবে না ! আমরা যদি ইংরেজিতে বিজ্ঞাপন দেওয়া শুরু করি, তাহলে অন্যদেরকে পরদিন থেকে হয় চাইনিজ নয়তোবা হিন্দিতে বিজ্ঞাপন দেওয়া শুরু করতে হবে ! শা এসোসিয়েটস স্পষ্ট কথা বলতে কাউকে পরোয়া করে না , ভয় ও পায়না ! এখানেই আমাদের শক্তি , আমাদের সাফল্যের মূলমন্ত্র !!
SA Associates | Embassy of the Global Citizen