মো: শাইক বিন মাজিদ অনিক; বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের তুখোড় মেধাবী ছাত্র! হাতের নিশানার ছবি যেন কথা বলে, লক্ষ্য ঠিক তো ক্যারিয়ার ঠিক। এবং সত্যি তাই! বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করে নতুন দিগন্তের পানে ছুটে চলার নিশানা নিয়ে নামা অনিক বেছে নিলো কানাডাকেই। কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটি থেকে মাস্টার অব ইঞ্জিনিয়ারিংয়ের উপর অফার লেটার এনে সোজা চলে এলেন শা এসোসিয়েটসে। কারণ, অনিক ভাই ভালো করেই জানেন, কিছু কাজ আছে এক্সপার্টের সাহায্য নেওয়াই বুদ্ধিমানের কাজ। টাকা তো বিল গেটসের ও আছে, তাই বলে নিজের বাড়ির ডিজাইন, ইন্টেরিয়র, এক্সটার্নাল ডেকোরেশন সব কি উনি করেছেন? উত্তর: না।
আমাদের আল-আমিন স্যারের কাছে বাকি প্রসেস করতে দিয়ে অনিক ভাই প্রস্তুতি নিলেন কেমন করে উড়াল দিবেন আকাশে? স্বপ্নের নিশানার দেশে পৌঁছতে এতটুকু বেগ পেতে হয়নি অনিক ভাইয়ের, কারণ শা এসোসিয়েটস এবং বুয়েট — দুটোই যে কোয়ালিটির ক্ষেত্রে “নো কম্প্রোমাইজ” টাইপের অর্গানাইজেশন। সেইজন্যই সব সম্ভব হয়েছে। অনিক ভাইয়ের নিশানার মতো আমাদের লক্ষ্যও এরকম একশো অনিক।
SA Associates | Embassy of the Global Citizen