শা এসোসিয়েটসের এই চার ক্রিমকে একসাথে পাওয়া কঠিন কাজ | আমাদের অফিসিয়াল ফটোগ্রাফার রফিক ভাই হয়তো সেই সুযোগটা মিস করেননি | বা’থেকে সিনিয়র কনসালটেন্ট মো: আল-আমিন , প্রধান নির্বাহী কর্মকর্তা সুপ্রিয় কুমার চক্রবর্তী , ভিসা কনসালটেন্ট বাপন সাহা এবং সর্বশেষ চট্টগ্রাম অফিসের রিজিওনাল ম্যানেজার মনোজিৎ দাস | ইমিগ্রেশন কিংবা স্টাডি পারমিট , ভিজিট ভিসা কিংবা ওপেন ওয়ার্ক পারমিট …যে ভিসা নিয়েই আপনি আলাপ করতে চান না কেন , কেউ কারো চেয়ে কম নন | তাঁদের হাত দিয়ে যারা আজ আমেরিকা, কানাডা , অস্ট্রেলিয়া, সুইডেন কিংবা ব্রিটেনে পাকাপোক্ত আসন গেড়ে বসেছেন, একমাত্র তারাই বলতে পারবেন, এই চারজনের মধ্যে কি আছে ? যে কোনো হাইকমিশন কিংবা দূতাবাসের ভিসা কনস্যুলারের মাইন্ড রিডার হচ্ছে আমাদের এই চার পিলার | প্রায় পাঁচ হাজার পরিবারের ভাগ্য নির্ধারণে যাঁদের ম্যাজিক ভূমিকা ছিল , সেই চারজন এক ফ্রেমে বন্দী | শা এসোসিয়েটসের গর্ব , দেশের রেমিটেন্স প্রবৃদ্ধিতে তাঁদের প্রত্যক্ষ পরোক্ষ অবদান কোনোভাবেই অস্বীকার করা যাবেনা | একটি বিজনেস প্রতিষ্ঠান কেবল নিজেদের ভাগ্যোন্নয়নে কাজ করে না , এর সাথে জড়িত দেশ , সমাজ , সরকার ও ভবিষ্যৎ প্রজন্মের নিশ্চিন্ত ঠিকানা | ১৯৯৮ সাল থেকে আজ অবধি সেই কাজটি অতি যত্নের সাথে করে যাচ্ছে শা এসোসিয়েটস , এবং এই অফিসের প্রত্যেকটি অফিসার | আপনার স্বপ্ন ও লক্ষ্য নিয়ে আমাদের তিনটি অফিসের যে কোনোটিতে আসুন, কথা বলুন , হয়ে যান আমাদের এসোসিয়েটস কন্সাল্টেন্টস |
SA Associates | Embassy of the Global Citizen