L O A D I N G

Select Your Style

Choose your layout

Color scheme

শা-এর সাথে , ভবিষ্যতের পথে। স্কলার@৫০ – দ্বিতীয় কিস্তি

বিজনেসে লক্ষ্মী বলতে একটি শব্দ সনাতন ধর্মে বহুল ব্যবহৃত বিষয় এবং আমাদের সিইও সেটা খুবই বিশ্বাস করেন। আমাদের অফিসে কোন ফিমেল স্টুডেন্ট ফাইল ওপেন করলে বস প্রায়ই বলেন- লক্ষ্মী দেবীর পা পড়েছে এই অফিসে। অফিস হাসবেই। আসলেই সেটা আমরা অক্ষরে অক্ষরে ফল পাই। প্রতিটা ম্যাডামের ব্যবহার , তাঁদের শিক্ষা ও পারিবারিক মূল্যবোধের প্রকাশ আমাদেরকে মুগ্ধ করে। সাফল্য নিয়ে কথা বললে আমরা আশ্চর্যান্বিত হই। খুব কম ম্যাডাম আছেন এই পঁচিশ বছরে ; যাঁরা মন খারাপ করে মনে কষ্ট নিয়ে বাড়ি ফিরে গেছেন। তেমনি পঞ্চাশজন ( ৫০ ) ম্যাডামকে নিয়ে আমাদের এবারের ধারাবাহিক প্রতিবেদন। আজ তার দ্বিতীয় কিস্তি প্রকাশিত হলো –

১৩. মাশিয়াত তাবাস্সুম – বুয়েট গ্র্যাজুয়েট ম্যাডাম ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে বেছে নিলেন আমেরিকার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াকে। IELTS Official-এ স্কোর তুলেছিলেন 8.5।

১৪. মেহনাজ সামিয়া বাহার- আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ( AIUB ) এর কৃতি ছাত্রী সামিয়া ম্যাডাম মাস্টার্স করতে গেছেন কানাডার কার্লটন ইউনিভার্সিটিতে। পছন্দের সাবজেক্ট ছিল- ইলেকট্রিকাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং , IELTS – স্কোর ছিল 8.0 ।

১৫. নাহরীন ইয়াসমিন – ঢাকা ম্যাডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে ডাঃ ইয়াসমিন মেডিকেল বায়োটেকনোলজি নিয়ে উচ্চশিক্ষা নিতে গিয়েছেন ইউনিভার্সিটি অফ উইন্ডসরে । IELTS Official-এ স্কোর ছিল 8.0 ।

১৬. রোদেলা জামান – ভিকারুন্নিসার স্কলার ছাত্রী রোদেলা ব্যাচেলর ডিগ্রি অর্জনে বেছে নিয়েছে কুইবেকের কনকর্ডিয়া ইউনিভার্সিটিকে | IELTS-এ ওর স্কোর ছিল 8.0 ।

১৭. সামিরা আবসার- চট্টগ্রামের ছাত্রী সামিরা ম্যাডাম এশিয়ান ইউনিভার্সিটি অফ উইমেন থেকে ব্যাচেলর ডিগ্রি শেষ করে কানাডার লেকহেড ইউনিভার্সিটিতে মাস্টার্স করছেন । প্রিয় সাবজেক্ট- মাস্টার ফর এডুকেশন- Master of Education in Education for Change – Social Justice Education – Gender and Women’s Studies Specialization
IELTS-এ স্কোর তুলেছিলেন 7.5 ।

১৮. শায়লা নুসরাত – জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করে শায়লা ম্যাডাম এখন ইউনিভার্সিটি অফ উইন্ডসরের উইন্ডো খুলে নতুন ভবিষ্যতের পথে । মাস্টার্স অফ এডুকেশন – জীবনের নতুন ডেস্টিনেশন। ম্যাডাম IELTS Official-এ স্কোর তুলেছিলেন 7.5

১৯. নাদিয়া কামাল- ব্র্যাক ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করে নাদিয়া ম্যাডাম পিজিডি করবার জন্যে কানাডার সেনেকা কলেজকেই বেছে নিয়েছিলেন। IELTS-এ স্কোর তুলেছিলেন 7.5

২০. সাবরিনা তারান্নুম নাজিয়া – মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করে নতুন আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে পা রাখলেন নাজিয়া ম্যাডাম। ইউনিভার্সিটি অফ উইন্ডসরে মেডিক্যাল বায়োটেকনোলজির উপর উচ্চতর ডিগ্রি নিতে এখন অনিন্দ্য সুন্দর দেশ কানাডায়। IELTS Official-এ ম্যাডামের স্কোর ছিল 7.5

২১. নাফিসা পারভীন – প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কৃতি ছাত্রী নাফিসা ম্যাডাম। নেক্সট ডেস্টিনেশন ডোর হিসেবে প্রবেশ করলেন কানাডার সেনেকা কলেজে। ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে পড়ার শখ নাফিসা ম্যাডামের। উনি IELTS-এ স্কোর তুলেছিলেন 7.5

২২. তেরেসা বিনতে মহসিন – তেরেসা ম্যাডাম আহসানুল্লাহ থেকে ট্রিপল ই ( EEE ) নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করে পরবর্তী লক্ষ্য ছিল কানাডা । এবং পছন্দ করলেন অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় – ইউনিভার্সিটি অফ ক্যালগারি। IELTS-এ ম্যাডামের স্কোর ছিল 7.5 ।

২৩. মৌপ্ৰিয়া তালুকদার – আবারো নর্থ সাউথ। ইলেক্ট্রিকেল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর উপর আন্ডারগ্রেড শেষ করে মৌপ্ৰিয়া ম্যাডাম পিজিডি করলেন সেন্টেনিয়াল কলেজে। IELTS-এ উনার স্কোর ছিল 7.5 ।

২৪. ইরিনা নাওয়ার- ইরিনা ইন্টারন্যাশনাল হোপ স্কুল থেকে এ’লেভেল দিয়ে এবার টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ( পূর্বের নাম – Ryerson University ) ; সে IELTS-এ স্কোর তুলেছিল 7.5 ।

২৫. ফারিয়ান তাবাস্সুম আহমেদ – ফারিয়ান ম্যাডাম চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে পরবর্তী গন্তব্য হিসেবে ক্যারিয়ারকে নিয়ে গেলেন মন্ট্রিয়লের লা-সালি কলেজে । মেডিসিনের উপর স্পেশাল পিজিডি কোর্সগুলো যেন সেখানেই। IELTS-এ ফারিয়ান ম্যাডাম তুলেছিলেন 7.5 স্কোর।

Leave a Comment