L O A D I N G

শক্তিশালী টাস্কফোর্স গঠনের জোর দাবী

উক্ত পোস্টের নীচে যে ইমেজটি ব্যবহার করা হয়েছে , এটাই হচ্ছে কানাডার বর্তমান অর্থনৈতিক চিত্রের স্পষ্ট কথা ! কানাডার বর্তমান লিবারেল পার্টির এমপি Mrs. Chrystia Freeland-র ইমেইল এর একটি অংশ | অথচ , আপনি ফেসবুক ব্রাউজ করলে দেখবেন , জাহাজে ভরে লোক নেওয়ার বিজ্ঞাপন/পোস্ট ; আইইএলটিএস ছাড়া স্টুডেন্ট ভিসা দেবার গ্যারান্টেড প্যাকেজ বিজ্ঞাপন; দুই-তিন বছরের চাকুরীর অভিজ্ঞতা থাকলেই সপরিবারে ইমিগ্রেশন , ওয়ার্ক পারমিটের ভিসার সস্তা চটকদার বিজ্ঞাপন ! কয়েকদিন আগে দেখলাম, কানাডায় গাঁজা চাষ বৈধ হয়েছে বলে বাংলাদেশ থেকে ওয়ার্কার চেয়ে বিজ্ঞাপন দিয়েছে একটি নাম-না-জানা ফেসবুক নির্ভর কোম্পানী ! সব সম্ভবের দেশ কি বাংলাদেশ ??? IELTS 7.0 দিয়েই ভিসা পাচ্ছে না হাজার হাজার ছাত্র-ছাত্রী ! ভালো ক্রিডেন্সিয়াল থাকা সত্বেও অফার লেটার ইস্যু করছে না কানাডার বি-গ্রেডেড ইউনিভার্সিটি | কলেজের অফার লেটার পাওয়াই এখন দুস্কর ও কঠিন !! এতো সস্তা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার মানেটা কি ? এসব নিয়ন্ত্রণের কি কোনো টাস্কফোর্স নেই এই দেশে ? যদি নাও থাকে , অনলাইনকে মনিটরিং করার জন্যে একটা শক্তিশালী টাস্কফোর্স গঠন খুব জরুরী ? প্রতারণা , ভণ্ডামি , দুষ্টামি করার একটা লিমিট থাকা উচিত !! কানাডার যে কোনো ভিসার ব্যাপারে জানতে হলে আমাদেরকে ইমেইল করুন অথবা এপয়েন্টমেন্ট নিয়ে আপনার পছন্দের কনসালটেন্টের সাথে কথা বলুন | সাবধান থাকুন, সতর্ক হউন || — শা অ্যাডমিন ম্যানেজার

For email: [email protected]
For Call: 01750037770 to 74.

Leave a Comment