আমরা বলবো- মোবাইল এন্ড ল্যাপটপ দুটোরই দরকার আছে | তবে কথা হচ্ছে, সেই মোবাইল এবং ল্যাপটপ দিয়ে আপনার সন্তান কি করছে, কোথায় ব্যবহার করছে , কি আউটপুট নিচ্ছে – সেটা দেখার দায়িত্ব আমাদের শ্রদ্ধেয় অভিভাবকদের | তাদেরকে বুঝিয়ে বলতে হবে- কোথায় তাদের থামতে হবে ? কতক্ষন এবং কি কাজে ল্যাপটপ ও মোবাইল ব্যবহার করা যাবে ? সোশ্যাল মিডিয়ার একাউন্ট কোন প্রয়োজনে কি কারণে খোলা হয়েছে , এবং কারা কারা ফ্রেন্ডলিস্টে , তাদের পেশা , পোস্ট , কমেন্টস সেগুলো খেয়াল করতে হবে !! দ্বাদবিংশ শতাব্দীর প্রান্তে দাঁড়িয়ে বেশি টাইট করে নিষেধাজ্ঞার সাথে ফাইট করে জীবনকে এগিয়ে নেওয়া যাবে না ! প্রয়োজনে জীবনের ফ্রেন্ডলিস্ট থেকে সকল টাউটকে আউট করতে হবে | ল্যাপটপ ও মোবাইল যেন আপনার জীবনের জানালা খুলে দেয়, অনেক সম্ভাবনার দরজা যেন বন্ধ না হয় !! — শা অ্যাডমিন ম্যানেজার
কৃতজ্ঞতা: কাওছার মাহমুদ , কার্টুনিস্ট