
যেসব দূতাবাসে পেপার এপ্লিকেশন সাবমিট করতে হয়, সেইসব দেশের জন্যে ভিসা আবেদন করে যাঁরা একবার রিফিউজাল লেটার পান; তাঁরা যখন দ্বিতীয়বার আবেদন করবেন, তাঁদের সেই আবেদনে ” কাভার লেটার ” অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় |
রিফিউজাল লেটারের কারণ ধরে ধরে একটি ডাইনামিক ইনফোরমেটিভ লজিক্যাল কাভার লেটার ভিসা অফিসারের মাইন্ড চেঞ্জ করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে | এটাই সত্যি | কারণ, ভিসা অফিসারকে ও কনস্যুলারকে তো বুঝতে হবে- যিনি আগে রিফিউজ করেছিলেন, তাঁরটা ভুল ছিল নাকি ঠিক ছিল ? এটা যতক্ষণ পর্যন্ত্য আপনি যুক্তি দিয়ে উপমা দিয়ে রিলেভেন্ট ডকুমেন্টস দিয়ে উদাহরণ দিয়ে বুঝাতে না পারবেন ; ততক্ষন পর্যন্ত্য আপনার একশোবার আবেদনই খামাখা !
শা এসোসিয়েটস তেমনি রিফিউজাল ফাইল নিয়ে কাজ করেছে ১০০০-এর বেশি ! এবং যদি অতি সাহসের সঙ্গে উচ্চারণ করি , সেই ১০০০ থেকে ৯৯০টি ফাইল সাকসেস হয়েছে , বিশ্বাস করবেন ?
এটাই সত্য | কারণ, আমাদের কাভার লেটার লেখার জন্যে যে সময় , যে টিম কাজ করে – সেটা বাংলাদেশে দ্বিতীয় আরেকটি খুঁজে বের করা অসম্ভব ! আমরা এটা অতি কনফিডেন্সের সঙ্গে বলি | কারণ, যারাই রিফিউজড হয়ে আমাদের কাছে ফাইল খুলেছিলেন, তাঁরা নিশ্চয় আজকে কানাডা | আপনি যদি এই পোস্ট পড়ে থাকেন, তাহলে নিশ্চয় মনে মনে স্বীকার করবেন- যা লিখেছি, সত্য লিখেছি | এক লাইন মিথ্যে বলিনি | বলার প্রয়োজন মনে করি না !
কাভার লেটার পুরো একটি আবেদনের মোড় ঘুরিয়ে দিতে পারে | বাকি সব ডকুমেন্টস জাস্ট দেওয়ার জন্য দেওয়া | তাই আমরা আশা করবো- যাঁরা ইতিমধ্যে আবেদন করে রিফিউজড হয়ে গেছেন , তাঁরা সেকেন্ড টাইম আবেদনে একজন এক্সপার্ট এডুকেশন কনসালট্যান্টের পরামর্শ নিয়ে তবেই এপ্লাই করবেন | আপনার একা একা সব জানার অভিজ্ঞতা ; আর আপনার মতন এক হাজার ফাইল নিয়ে কাজ করবার অভিজ্ঞতাকে একসঙ্গে মিলিয়ে ফেলবেন না | আপনার গন্ডি ও জানার পরিধি খুবই ছোট, আমাদেরটা অনেক বিশাল | আপনি কাজ করছেন এক বছর হবে, বড় জোর সাত আট মাস; আর আমরা কাজ করছি ২৫ বছরের উপরে | আমাদের সাফল্যের ঝুলি অনেক বড় | আপনার রিফিউজাল ফাইলের আদ্যোপান্ত ও পরবর্তী করণীয় বিষয় নিয়ে কথা বলতে আমাদের এক্সপার্টের হেল্প নিন | —– শা অ্যাডমিন ম্যানেজার