L O A D I N G

Select Your Style

Choose your layout

Color scheme

রমজান মুবারক!

সিয়াম সাধনার মাস চলছে। রমজানের পবিত্রতা রক্ষার জন্যে মহান আল্লাহতায়ালা আমাদের সকলকে ত্যাগ, সংযম ও মিতব্যয়িতার পথে মনকে পরিচালিত করুক; আমাদেরকে সত্য ও ন্যায়ের পথে মনোনিবেশ করুক— প্রতিদিনের ইফতার, সেহরি শেষে আল্লাহর কাছে আমাদের এটাই হউক প্রার্থনা। এই মাসে আমাদের সবাইকে মহান সৃষ্টিকর্তা গরিব দরিদ্র দুঃখী মানুষের পাশে উদার মনে সাহসী হৃদয়ে পাশে থেকে তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করে পবিত্র ঈদ পালনে এক কাতারে সামিল করুক, আসুন সেই লক্ষ্য নিয়ে একসাথে তারাবির নামাজ আদায় করি; প্রতি শুক্রবারে জুম্মার নামাজ শেষে তাদের ভাগ্যের উন্নতি ও পরিবর্তনের জন্যে আল্লাহর দরবারে মোনাজাত করি। মহান প্রভু পরম দয়াময় রাব্বুলালামিন আমাদের দোয়া কবুল করুক।

Leave a Comment