আজকে ৭ই জুন , আর ১ মাস পর ৭ই জুলাই শা এসোসিয়েটসের ২৫ বছর পূর্তি | ১৯৯৮ সালের ৭ই জুলাই ইস্টার্ন প্লাজার কমার্শিয়াল কমপ্লেক্সের ৭ম তলায় ৩৪ নং রুমে আমাদের যাত্রা শুরু হয়েছিল | অনেক চড়াই-উৎরাই , ঘাত-প্রতিঘাত পাড়ি দিয়ে আজকে শা এসোসিয়েটসের এই যে গৌরবময় পথচলা, তার পুরো কৃতিত্ব আপনাদেরকে দিতে চাই | এই বিজনেসে টিকে থাকা যে কতটা কষ্টের ও সংগ্রামের তা একমাত্র ভুক্তভুগি ছাড়া কেউ অনুধাবন করতে পারবেন না | নানান কিসিমের মৌসুমী ব্যবসায়ীরা এই বিজনেসে নেমে এই পেশাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন , অনেকে তল্পি-তল্পা গুটিয়ে এখন গুলিস্তানের হকার | আমাদের কাছে এইরকম ভুরি ভুরি ফার্মের নাম জমা আছে , যাদের এখন কোনো অস্তিত্ব নেই | অনেকেই দেশছাড়া |
মাত্র ১৪০ স্কয়ার ফিটের ১টি রুম দিয়ে যে অফিসের সূচনা হয়েছিল, আজকে সেই অফিসের টরোন্টোতে রেন্টেড অফিস , তাও আবার ফাইনান্সিয়াল হাব ডাউনটাউনে | ঢাকায় ২টি , চট্টগ্রামে ১টি , কোলকাতায় ১টি | আমাদের রয়েছে নিজ্বস্ব ষ্টুডিও অফিস, যা বাংলাদেশের আর কোনো কনসালটেন্সি ফার্মের আছে কিনা আমাদের নলেজে নেই | শা এসোসিয়েটসের সিস্টার কন্সার্ন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে শা এলিট ট্যুরস ২০১৫ সালে | সবকিছুই সম্ভব হয়েছে আপনাদের আস্থা , বিশ্বাস ও ভালবাসার কারণে | ইউক্রেন আর রাশিয়া দিয়ে বিজনেসের শুরু , কারণ সিইও স্যার জব করতেন ঢাকাস্থ রুশ ফেডারেশন দূতাবাসে | একজন চিফ এডুকেশন অফিসার হিসেবে দীর্ঘ ১২ বছর উনি রাশিয়ান এমব্যাসিতে ( Russian Embassy in Bangladesh ) কাজ করে এই সেক্টরকে যে পর্যায়ে নিয়ে গেছেন , আমরা আশা করি সকলে মিলে যদি একটা স্বচ্ছতা, জবাবদিহিতা , কমিটমেন্ট , তথ্য প্রদানে আপ-টু-ডেট মানসিকতা , যথেষ্ট নলেজেবল কোয়ালিটি নিয়ে এই বিজনেসকে একটি সার্ভিস ওরিয়েন্টেড ট্যাগ লাইনে কাজ করা যায়, তাহলে এই সেক্টর নিয়ে এই বিজনেস নিয়ে কতিপয় ব্যক্তিদের যে নেগেটিভ ধারণা আছে তা বদলে যাবে , মন থেকে সব ভ্রান্ত ধারণা দূর হয়ে যাবে | অলরেডি ৯০% সুবিধাবাদী সিজনাল বিজনেসম্যান এই সেক্টর থেকে বিদায় হয়েছেন ; বাকি ১০% ও আশা করি অচিরেই বিদায় নেবে | সেই লক্ষ্য নিয়েই শা এসোসিয়েটস অনলাইন-অফলাইনে কাজ করে যাচ্ছে | আমরা চাই , ভালো ভালো এজেন্সি টিকে থাকুক , সেবা দিয়ে যাক ; দেশে ও বিদেশে আমাদের দেশের পতাকা তুলে ধরুক |
এই এডুকেশন কনসালটেন্সি বিজনেস যে কত বড় সেক্টর বিদেশে , সেই ব্যাপারে অনেক ম্যাংগো পিপলের কোনো ধারণা নাই | কিছু কিছু মূর্খ , অপদার্থ , অশিক্ষিত , চাঁড়াল, ভন্ড , টাউটদের কাছে এই বিজনেস নাকি দালালি ব্যবসা !! আমরা সেইসকল অকাল কুষ্মান্ডদের সঙ্গে কোনো তর্কে যেতে চাই না | কিছু কিছু লোক আছে যাদের কাজ নেই , কর্ম নেই ; অন্যের সোশ্যাল ফেসবুক পেইজে এসে অযথা গালিগালাজ বাজে মন্তব্য করেন ; এটা তার কাজ না ! কিন্তু ইচ্ছাকৃতভাবে করেন, মানসিক বিকৃত লোক আমার আপনার চারপাশে | যে কোনো বিজনেসে ভালো-মন্দ লোক আছে | যে লোক বা স্টুডেন্ট কানাডা বা আমেরিকা গিয়ে লম্বা লম্বা কথা বলছে , তার পিতার কিংবা মায়ের কিংবা তার নিজের ট্যাক্স ফাইল নিয়ে থিসিস করলেই সততা ও গলাবাজির আসল চেহারা বেরিয়ে আসবে | যে পরিবারের মধ্যে দেশপ্রেম নেই , তার কিন্তু বিদেশে গিয়ে লম্বা লম্বা কথা মানায় না |
আমরা আগামী ৭ই জুলাই ঢাকার যে কোনো একটি ৫ তারকা হোটেলে ২৫ বছর পূর্তির জমকালো অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছি | সেই শুভ দিনের প্রতিটি মুহূর্তে আপনাকে পাশে দেখতে চাই |
আমাদের অগণিত ছাত্র-ছাত্রী, শুভানুধ্যায়ী , বিজনেস পার্টনার , একাডেমিক পার্টনার সকলকে হৃদয় থেকে অগ্রিম আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি |— শা অ্যাডমিন ম্যানেজার