L O A D I N G

ময়না-টিয়া ও ঈগল

খাঁচায় পোষা পাহাড়ি ময়না ও টিয়া পাখি কিন্তু সারাদিন কথা বলতে পারদর্শী। কিন্তু উড়তে পারে না , কথা বলাই তার একমাত্র টাইমপাস কাজ। অন্যদিকে চিল কিংবা ঈগল কথা বলতে পারে না ; কিন্তু উড়ে মেঘ ছোঁয়ার ক্ষমতা রাখে। আকাশের সাথে তার সখ্যতা ।

ঠিক তেমনি– অনলাইনে কতিপয় ইউটিউমার , ব্লগার ও ফেসবুকার হচ্ছে ময়না টিয়ার মতন ; আর শা এসোসিয়েটস হচ্ছে ঈগল। পার্থক্যটা এখানেই ! আমরা কাজ করি বেশী , কথা বলি কম । [ ফটো ক্লিক : কাশ্মীর ]

Leave a Comment