L O A D I N G

মিসেস তিহাকে কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটিতে ভর্তি ও ভিসা করে দিয়ে আল-আমিন স্যার কথা রেখেছেন!

স্বপ্ন উড়ানের গল্প -৬ ( ফল সেশন ২০২১ )
শা এসোসিয়েটসের প্রতি কৃতজ্ঞ থাকুন | আমাদেরকে ভালবাসুন |

আবারো আহসানুল্লাহ | এবার AUST-র স্টুডেন্ট ইর্তিফা তিহা — Irtifa Tiha | আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে EEE নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করে মিসেস তিহা স্বপ্ন দেখলেন কানাডায় গিয়ে মাস্টার্স করবেন | আর শুধু ঘরে বসে স্বপ্ন দেখলেই যে সব স্বপ্ন সফল হবে না , সেটা চিটাগং-এর ছাত্রী তিহা ভালোই জানেন, বুঝেন | সেইজন্য দেরী না করে মিসেস তিহা দেখা করলেন শা এসোসিয়েটসের কর্পোরেট অফিসের সিনিয়র কনসালটেন্ট মো: আল-আমিন স্যারের সাথে | যে কোনো স্বপ্ন পূরণে একটি ফার্মকে কতটা যে কাজ করতে হয়, বুদ্ধি মেধা খাটাতে হয়, সেটা বোধহয় অনেক ছাত্র-ছাত্রী অনুধাবন করতে পারেন না | তাঁরা ভিসা পেলেই মনে করেন …ব্যাপারটা খুব ইজি ছিল ; অযথা একটি ফার্মকে টাকা দিলাম | নিজে নিজে করলেই ভিসা হয়ে যেত | এইরকম ভাবনা যারাই ভেবেছে তারাই ধরা খেয়ে এখন বাসায় বসে আছেন | আসলে অতি পন্ডিতের ভাত কোথাও নেই |

মিসেস তিহাকে কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটিতে ভর্তি ও ভিসা করে দিয়ে আল-আমিন স্যার কথা রেখেছেন | এখন মিসেস তিহার কাজ হচ্ছে , আমাদের এই সাফল্যের কথা হৃদয় দিয়ে মনে রাখা ও সারাজীবন কৃতজ্ঞ থাকা | আমরা বলবো বা আশা করতে পারি …যে ফার্ম বা এজেন্সির দ্বারা একটি পরিবারের ভবিষ্যৎ ও ভাগ্যের পুরো পরিবর্তন হয় , তাঁদেরকে আজীবন পরিবারের বন্ধু মনে করে কৃতজ্ঞতার বাঁধনে আবদ্ধ থাকা | —- শা অ্যাডমিন ম্যানেজার |

আল-আমিন স্যারের কাছে নেক্সট ইনটেক জানুয়ারী সেশনে ( উইন্টার ২০২২ ) ভিসার ফাইল জমা দিতে এক্ষুনি যোগাযোগ করুন এই হোয়াটস্যাপ নম্বরে 01755227766 অথবা প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠান তাঁর ইমেইল আইডিতে [email protected] |

Leave a Comment