প্রিয় বন্ধুরা, প্রিয় ছাত্র-ছাত্রীরা !
সুপার টেকনোলজি আর সোশ্যাল মিডিয়ার দাপটে আমরা কাউকে চিঠি লিখতে একরকম ভুলেই গেছি। হাতের কাছে স্ক্রিন টাচ যন্ত্রের নিকট স্কিন টাচের অনুভূতি যেন ভোঁতা হয়ে যাচ্ছে দিন কে দিন। আসুন না, আগামী ১২ই মে রোববার বিশ্ব মা দিবসকে সামনে রেখে একটা কলম আর এক চিলতে কাগজ নিয়ে বসি। মা কাছে থাকুক আর দূরে থাকুক, মাকে নিয়ে একটা চিঠি লিখি। হৃদয়ের সমস্ত আকুলতা ব্যাকুলতা নাম না জানা কিছু ভাষা শব্দের সুমধুর মিশ্রনে মাকে একটা চিঠি লিখি। যে চিঠি পড়ে মায়েরা আবেগে আপ্লুত হয়ে আঁচলে চোখ মুছে, বারবার সেই চিঠি পড়ে আর পাগল বলে হাসে। আপনার মনের সমস্ত অনুভূতি নিয়ে লেখা চিঠিটা আমাদেরকে পাঠিয়ে দিন নিচের ঠিকানায়। জিতে নিন প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার। প্রথম পুরস্কার পনেরো হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার দশ হাজার টাকা, তৃতীয় পুরস্কার মাত্র পাঁচ হাজার টাকা। হয়তো তেমন কোনো বড় অংকের পুরস্কার নয়, মাকে একটি চিঠি লিখা মানে একটি মূল্যবান দলিল, যার কোনো মূল্য হয় না! আপনার সেই মায়ের সাথে একদিন আমরা না হয় লাঞ্চ করবো, কিংবা ডিনার। তাহলে বসে পড়ুন কাগজ-কলম নিয়ে। পাঠিয়ে দিন আপনার স্বহস্তে লেখা চিঠি আমাদের এই ঠিকানায়। চিঠি পাঠানোর শেষ তারিখ ১০ই মে ২০১৯.
শা এসোসিয়েটস
স্যুট নং- ৫০১, অগমেডিক্স বিল্ডিং
১৭/সি পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫
প্রয়োজনে: ০১৭১৭২২৪৬৩৬