
আমি চাইবো, আমাদের বাংলাদেশের স্টুডেন্টসরা পৃথিবীর যে প্রান্তেই যাবেন , প্রিয় মাতৃভূমিকে যেমন তুলে ধরবেন ; তেমনি আমাদের সংস্কৃতি , ঐতিহ্য , আমাদের গর্ব করবার মতন প্রতিটা বিষয়কে নানা অনুষ্ঠান ও আলোচনার মাধ্যমে তুলে ধরবেন – খুবই শালীনতা ও সৌন্দর্য্যের সাথে |
অন্যদিকে, যে দেশে পড়তে গিয়েছেন – সেই দেশের সংস্কৃতি , ধর্মীয় অনুষ্ঠান , তাদের ঐতিহ্যকে যথাযথ সন্মান করবেন | বিশ্ববিদ্যালয়ে আয়োজিত তাঁদের দেশীয় প্রোগ্রামে অংশগ্রহণ করবেন স্বতঃস্ফুৰ্থ ভাবে | এইসব ক্ষেত্রে নিজের ভিতরে লালিত হীনমন্যতা , পারিবারিক নিষেধাজ্ঞাকে একপাশে রেখে অন্যের ধর্ম , ঐতিহ্য , সংস্কৃতি ও ইতিহাসকে যথাযথ সন্মান জানাতে ও মূল্যবোধে প্রকাশ করতে বিন্দুমাত্র কার্পণ্য করবেন না ! ভালো না লাগলে হাসিমুখে এভোয়েড করুন | সোশ্যাল মিডিয়াতে তাঁদের দেশের কোন আচার-অনুষ্ঠান , ঐতিহ্য, ইতিহাস নিয়ে কোন রকম নেগেটিভ পোস্ট দেওয়া থেকে বিরত থাকুন; রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে মিছিল , মিটিং বর্জন করুন |
বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সনদ অর্জনের জন্য নয়, স্বপ্ন দেখার-ও জায়গা !! সেটা হচ্ছে – যে উদ্দেশ্য নিয়ে যে স্বপ্ন নিয়ে আপনি ২৫০০ ডলার জিডিপির দেশ থেকে ৬০,০০০ ডলার জিডিপির দেশে এসেছেন ; সেই দেশের মানুষগুলোকে আগে ভালবাসুন | তাহলেই আপনার সব পাওয়া হয়ে যাবে ! এটাই হউক আপনার স্বপ্ন দেখার আসল কারণ | — সুপ্রিয় কুমার চক্রবর্তী, সিইও