এক দেশ থেকে আরেক দেশে প্রবেশের রাষ্ট্রীয় অনুমতির প্রমাণপত্রের সংক্ষিপ্ত রূপের নাম ভিসা | ইংরেজিতে যাকে বলা হয় Visitors International Stay Admission; Verified International Stay Approval; Virtual Important Stamp Authorization…. অনেকে অনেকভাবে সেটার ব্যাখ্যা করেছেন | যে কোনো দেশ ছোট হউক বা বড় হউক , যে কোনো নাগরিককে ভিসা দিতে বাধ্য নহে | তার সার্বিক ব্যাকগ্রাউন্ড যাচাই-বাছাই না করে কেউ ভিসা প্রদান করেন না | আপনি হয়তো নিজেকে চালাক ভাবছেন, ফেক কাগজপত্র দিয়ে কানাডা বা আমেরিকা ঢুকে গেলেন; তার মানে এই না যে, আপনি সব পেয়ে গেলেন | ওই দেশে সেটেল্ড হবার জন্যে আপনাকে যে কি পরিমান কাঠ-খড় পোড়াতে হচ্ছে, সেটা যিনি পার্মানেন্ট হবার জন্যে আবেদন করেছেন, উনি সেটা হাড়েহাড়ে টের পাচ্ছেন | ভবিষ্যতে পাবেন |
কানাডার ভিসা নিয়ে যদি বলি , সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত সস্তা পোস্ট বা চকমকে ইমেজের ভাষা কিন্তু কানাডা সরকারের মুখপাত্রের বক্তব্য নয় | কারণ, ফেসবুক , লিঙ্কেডিন , কারো ওয়েবসাইট কানাডা সরকারের রাষ্ট্রীয় সম্পত্তি নয় কিংবা কানাডা সরকার সেগুলো নিয়ন্ত্রণ করেন না | প্রতিটা ফেসবুক পোস্ট একজন ব্যক্তিগত মানুষের ব্যবসায়িক টেকনিক ও তার নিজস্ব বক্তব্য | বিজনেসের জন্য উনি আপনাকে মঙ্গল গ্রহেও নিয়ে যেতে পারবেন , জাস্ট ম্যাটার অব মানি | সুতরাং , ফেসবুকের চটকদার বিজ্ঞাপন দেখে বিগলিত হবার কোনো কারণ নেই | কারণ, কোনো দেশের ভিসা করিয়ে দেবার জন্যে ম্যাজিশিয়ান হওয়ার প্রয়োজন নেই কিংবা স্পেশাল কোনো পাওয়ারফুল ব্যক্তি হবারও প্রয়োজন নেই | এই পর্যন্ত্য কোনো ম্যাজিশিয়ান কি কনসালটেন্সি ফার্ম খুলেছেন ? কেউ প্রমান দিতে পারবেন ?
ভিসা হবে আপনার যোগ্যতায় | শা এসোসিয়েটস আপনার শিক্ষাগত যোগ্যতা, IELTS, TOFEL, GRE, GMAT, SAT-স্কোর , চাকুরীর অভিজ্ঞতা, স্ট্রং ফাইনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ও আনুষাঙ্গিক ডকুমেন্টসের আলোকেই কাজ করে থাকে | শা এসোসিয়েটসের কোনো কর্মকর্তা বাই বর্ন ম্যাজিশিয়ান নন , কিংবা আমাদের কোনো সুপার পাওয়ার নেই |
কানাডা ও আমেরিকার ৯৯% ভিসা সাফল্যে আমাদের রয়েছে ২৪ বছরের কর্ম অভিজ্ঞতা , দক্ষতা , কাজের প্রতি ভালবাসা ও দূতাবাসের বা হাইকমিশনের ভিসা কনস্যুলারের মাইন্ড রিড ( Mind Read ) করবার এক অভাবনীয় জাদুকরী ক্ষমতা | অন্যদের থেকে আমাদেরকে আলাদা করে দেখবেন এই একটা কারণেই | আর বাকি সব , আপনার কারিশমা | — শা অ্যাডমিন ম্যানেজার