L O A D I N G

ভিসা রিফিউজ্ড ?? কানাডা কিংবা আমেরিকা !!

যে কোনো দূতাবাসের বা হাইকমিশনের পূর্ণ এখতিয়ার বা ক্ষমতা রয়েছে আপনার ভিসা এপ্লিকেশন রিজেক্ট করবার , আপনি আপিল করতে পারেন যদি সুযোগ থাকে ; কিংবা পুনরায় আবেদন করতে পারেন যদি আপনি মনে করে থাকেন যে ভিসা অফিসার আপনার আবেদনটি যথাযথ সময় নিয়ে পর্যালোচনা করেনি , হতে পারে সময় দেয়নি ; কিংবা সঠিকভাবে মূল্যায়ন করেনি ! রিফিউজ্ড কয়েকটি কারণে হয়ে থাকে ! যেমন- ১. নিজের ডকুমেন্টস , যোগ্যতা ও ফাইলিংয়ের প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাস ২. অভিজ্ঞ এডুকেশন এন্ড ক্যারিয়ার কনসালটেন্ট এর পরামর্শ না নেওয়া ৩. আপনার আবেদনের সাথে তথ্য , পার্পাজ অফ ভিসিট , স্টাডি প্ল্যান , অফার লেটার পারফেক্টলি ম্যাচ না করা ৪. ফাইনান্সিয়াল ম্যাটার স্ট্রংলি প্রেজেন্ট না করা , ট্যাক্স-ভ্যাট পেপার সাবমিশন ইনকমপ্লিট হওয়া ; সোর্স অব ইনকাম পারফেক্টলি রিফ্লেক্ট না হওয়া ৫. অপ্রয়োজনীয় ডকুমেন্টস সংযোজন করা , ইন্টারভিউতে সঠিক উত্তর দিতে অপ্রস্তুত হওয়া ; আন্দাজে কথা বলা ; ভিসা অফিসারের সাথে বন্ধুত্বপূর্ণ স্টাইলে কথা বলা ! আমরা সবসময় একটি কথাই বলে আসছি — নিজেকে সবসময় সকল বিষয়ে জ্ঞানী বা এক্সপার্ট মনে করবেন না | এলাকার বাঁশের সাঁকো তৈরী করবার কারিগরকে দিয়ে যদি পদ্মা সেতুর ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ দেন, তাহলে তো হবে না ! মাথা ব্যথা সারবার জন্যে গলির মোড়ের ফার্মেসিতে চাকুরী করা কম্পাউন্ডারের কাছ থেকে নাপা ট্যাবলেট কিনে খাওয়া আর সেই ব্যক্তিকে দিয়ে যদি মাথার টিউমার অপারেশনের চিন্তা করেন, তাহলে দোষ তো আপনার ! নিজের ক্যারিয়ার বা ফিউচারের প্রসঙ্গ যখন আসবে …..তখন অবশ্যই একটু সতর্ক হবেন | অভিজ্ঞ দক্ষ কনসালটেন্ট দিয়ে ফাইল প্রসেস করুন , নিশ্চিন্ত থাকুন | ২০২২-এর ফল সেশনের আবেদনে যদি রিফিউজাল লেটার পেয়ে থাকেন , তাহলে অনুগ্রহ করে যোগাযোগ করুন | সমাধান আছে , সাফল্য আসবেই | — শা অ্যাডমিন ম্যানেজার [ ছবি- রয়টার্স এর সৌজন্যে , ইউনিভার্সিটি অফ টরন্টো ক্যাম্পাস ]

Leave a Comment