L O A D I N G

ভিসা কোনো লটারির টিকিট কিংবা এস্ট্রোলজারের দেওয়া আংটির কেরামতি না !

নিজের ক্যারিয়ার ও ফিউচার নিয়ে আপনি ঝড়ে বক মরা দশ-বারোজন জ্যোতিষীর কাছে গিয়ে ধর্ণা দিলে কোনো লাভ হবে না ? জীবনটা লটারির টিকিট না ! পাঁচ ছয় হাজার টাকার সার্ভিস ফি নেবার চুক্তিতে খুশি হয়ে আপনার মূল্যবান দলিল-তথ্য জমা দিয়ে রিফিউজ্ড হওয়ার পর শুনবেন কমন ডায়লগ — আপনার ভাগ্যটা ক্লিক করলো না ! অথচ দেখেন , কালকেই আমাদের একজনের ভিসা হলো ! এই একজনটা হচ্ছে উনার এক বছরে পাওয়া মাত্র একটি সাকসেস , যা ওই ভদ্রলোকের নিজের যোগ্যতাতেই হয়েছে | আর এই এক পাসপোর্ট দিয়েই উনি চলছেন পুরো বছর , আপনাকে বানিয়েছে বছরের সেরা মুরগি ! সব ফাইল কখনোই একরকম হয়না ! একেকটি ফাইলের ভিন্নতা একেকরকম ! এটাই সত্য | সব ফাইলে আপনি একই রকম স্টাডি প্ল্যান , কভার লেটার , সিভি স্টাইল , জব লেটারের ফরমেট , ফান্ড সাপোর্ট দেখালেই হবে না ! আপনাকে ফাইলের গতি-প্রকৃতি বুঝে , অফার লেটারের গুরুত্ব বুঝে , বাংলাদেশে সমসাময়িক কোর্সের সহজপ্রাপ্যতা বুঝে তবেই এগুতে হবে ; সেই ফাইল নিয়ে কাজ করতে হবে | ভিজিট ভিসার ক্ষেত্রেও একই কথা ! সেইজন্য আমরা সবসময় বলে আসছি- একজন দক্ষ অভিজ্ঞ এডুকেশন এন্ড ক্যারিয়ার কন্সাল্ট্যান্টের হেল্প নিন | সেটা আপনার পছন্দের যে কেউ হতে পারেন | বিদেশে বসে কিছু লোক মোবাইলে বা পিসিতে আপনার ডকুমেন্টস দেখে কাউন্সেলিং করছে , দেশে কিছু আনাড়ী অনভিজ্ঞ ব্যক্তি আপনার প্রোফাইল নিয়ে কাজ করছে ( যিনি নিজে নরমাল পাসকোর্স থেকে পাশ করা গ্র্যাজুয়েট ) ; ব্যাপারটা কেমন হাস্যকর ও চিন্তার বিষয়, তাই না ! একটু সময় নিয়ে ঢাকা শহরে কিংবা বাংলাদেশের যে কোনো জেলায় অবস্থিত অভিজ্ঞ প্রতিষ্ঠিত এডুকেশন কন্সাল্ট্যান্সি ফার্মের এক্সপার্ট ক্যারিয়ার কন্সাল্ট্যান্টের সাহায্য নিন, হাত থেকে অযথা ভাগ্য পরীক্ষার আংটিগুলো খুলে পুকুরে ফেলে দিন | নিজের ভবিষ্যৎ , ক্যারিয়ার ও ফিউচার লাইফ নিয়ে কোনো ধরনের লটারি , গেম কিংবা ভাগ্যরেখার আংটি নিয়ে খেলবেন না ! সাধু সাবধান | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment