ছবিটির দুজন হচ্ছেন সুপ্রিয় কুমার চক্রবর্তী , যিনি আমাদের সিইও; আরেকজন অর্ণব চক্রবর্তী , সিইও স্যারের ছেলে | এবার আসুন এই ছবিটি দিয়ে পোস্ট দেওয়ার কারণ জানি …. একটি প্রতিষ্ঠানকে গড়ে তুলতে প্রতিটি অফিসারদের যেমন ভূমিকা আছে; তেমনি অনেক বড় অবদান আছে প্রতিষ্ঠানের কর্ণধারের পরিবারের প্রতিটি সদস্যের | সবাই চায়, অফিসটি যেন সুনামের সাথে সততার সাথে বিজনেসে টিকে থাকে | কারণ, এই অফিস দিয়েই অনেকগুলো পরিবারের জীবন ও ভবিষ্যৎ নির্ভর করে | এই অফিসের আইডি দিয়েই অনেক কর্মকর্তা আজ কানাডা , আমেরিকা , জাপান ও মালয়েশিয়াতে নিজের ক্যারিয়ার ও রুটি-রুজির বন্দোবস্ত করেছেন | কারণ, একটি অফিসের আইডি , তার রেপুটেশন ও অফিসিয়াল লেটার বিভিন্ন দূতাবাসে ও হাইকমিশনের ভিসা সেকশনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে | অর্ণব বিদেশে তার উচ্চশিক্ষার পাশাপাশি যখনই সময় পেয়েছে , তখনই শা এসোসিয়েটসকে নিয়ে ভেবেছে | একজন তরুণ আধুনিক মননের চিন্তাশীল মানুষ হিসেবে তার অর্জিত জ্ঞান , বুদ্ধি , ডাইনামিক প্রেজেন্টেশন এই অফিসের পিছনে কাজে লাগিয়েছে | আসলে এটা স্বীকার করতেই হবে , বিদেশে উচ্চ শিক্ষার অর্জিত জ্ঞান যদি এই দেশে প্রত্যেকটি ক্ষেত্রে কাজে লাগানো যেত, তাহলে আজকের বাংলাদেশ আরো পরিবর্তন হয়ে যেত | আমাদের শা এসোসিয়েটসের বর্তমান মার্কেটিং প্রমোশন পলিসি ও অ্যাডমিন সম্প্রসারণে অর্ণবের চিন্তা-ভাবনা শা এসোসিয়েটসকে দিয়েছে এক নতুন মাত্রা | সত্যিকারের সুশিক্ষিত অভিজ্ঞ কর্মকর্তা ও কনসালটেন্ট দিয়েই এখনকার শা এসোসিয়েটস | আমাদের এই পেইজে যারা ফলোয়ার ও আমাদের ক্লায়েন্টস আছেন, তারা নিশ্চয় একবাক্যে স্বীকার করবেন যে, এখন আর ফোন দিলে কেউ রেস্পন্স করে না … এই কমপ্লেইন নিশ্চয় নেই | ফাইলের স্ট্যাটাস জানবার জন্যে আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না | কথা ও কাজের মধ্যে আনা হয়েছে এক অবিশ্বাস্য পরিবর্তন ; যা সকলকে মুগ্ধ করেছে |
কারণ, আমরা সবসময় মনে করি , আপনি ফ্রি সার্ভিস নিতে আমাদের কাছে আসেননি | প্রত্যেকটি কাজের পিছনে আপনি ব্যয় করছেন দেশের কনসালটেন্সি বিজনেস সেক্টরে সর্বোচ্চ সার্ভিস চার্জ | তাহলে আমরা কেন আপনাকে সেই কাঙ্খিত প্রত্যাশিত সার্ভিসটি দেব না ? এরপরেও আমাদের অনেক ভুল ভ্রান্তি আছে ; আমরা সেইজন্য সকলের কাছে দুঃখ প্রকাশ করছি | অর্ণব সেইসকল ভুল গুলো সংশোধনে নিয়মিত কাজ করে যাচ্ছে | আমরা আশা করছি , আপনি ২০২৩ শিক্ষাবর্ষ থেকে নতুন এক শা এসোসিয়েটসকে দেখবেন | শা এসোসিয়েটস একটি পরিবার , একটি আস্থা ও বিশ্বাসের প্ল্যাটফর্ম | সুন্দর এই ছবিটি শেয়ার করার কারণ হচ্ছে , আমরা আপনাদের সকলকেই আমাদের পরিবারের একজন মনে করি || তাই পারিবারিক ফ্লেভারে তোলা এই ছবি দিয়েই আজকের পোস্ট |
সফলতায় ভরা একটি প্রতিষ্ঠানের সিইওর মুখে এমন চওড়া হাসি , বাবা-ছেলের এমন সুন্দর ছবি দিয়ে পোস্ট দেওয়া যেতেই পারে | — শা অ্যাডমিন ম্যানেজার