L O A D I N G

ভাবছি , গ্রামীণ ফোনের কাছ থেকে কয়েক বছরের জন্য তাদের সবচেয়ে জনপ্রিয় একটি বিজ্ঞাপনের ট্যাগলাইন ধার চাইবো — অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ |

কিন্তু , আমরা বলতে চাই, অসম্ভবকে সম্ভব করাই সুপ্রিয়-র কাজ !
তার প্রমান আজকের এই পোস্ট | নীলিমা রানী পাল, বাড়ি ধামরাই , সাভারে | ঢাকার একটি ফার্ম অনেক আশা-ভরসা দিয়ে তিন তিনবার তাঁর স্টাডি পার্মিট ফাইলটি রিফিউজ্ড করিয়ে তারপর পত্রপাঠ বিদায় করে দিয়েছে | মাঝখান থেকে টিউশন ফি ফেরত নিয়েও সে এক মহা ক্যাচাল ! আমরা বারবার বলে আসছিলাম, টিউশন ফি আপনি কেন কোনো এজেন্টস-এর অফিসে জমা দিবেন ? সেই এজেন্টের মালিক-ই বা কেমন ? উনি কেন স্টুডেন্টের টিউশন ফি তাঁর একাউন্টে ডিপোজিট করবেন ? বাংলাদেশ ব্যাঙ্ক কিংবা আইন-প্রয়োগকারী সংস্থা এগুলি কি দেখভাল করেন নাকি করেন না ? আমাদের মাথায় ঢুকে না !

যাই হউক, নীলিমার সর্বশেষ ঠিকানা শা এসোসিয়েটস | কারণ, নীলিমার এক কাকাতো ভাই আমাদের মাধ্যমেই কানাডা গিয়েছিলেন অনেক আগে | উনার পরামর্শেই সর্বশেষ ঠিকানা আমাদের পান্থপথ অফিস ও সরাসরি সিইও স্যার !

তিনবার রিফিউজ্ড এলোমেলো অগোছালো ইনকমপ্লিট একটি ফাইলকে আলোর মুখ দেখানো এতো সহজ কাজ নয় ! কিন্তু না, আমরা পেরেছি | আমরা মানে আমাদের স্যার সুপ্রিয় কুমার চক্রবর্তী ! আজকে ওর পাসপোর্ট বুঝিয়ে দেওয়া হলো ! নীলিমা লেকহেড ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্টাল সাইন্স নিয়ে আন্ডারগ্রেড পড়তে যাবে মে সেশনে | এবার নীলিমার নীল আকাশ জুড়ে শুধুই হাসির ফোয়ারা ! নীলিমাকে নিয়ে স্পেশাল ভিডিও থাকবে মে মাসে স্বপ্নের উড়ান সিরিজে !

অতএব, আমরা বলতেই পারি – অসম্ভবকে সম্ভব করাই সুপ্রিয়-র কাজ ! — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment