আমাদের পরবর্তী পোস্ট অকৃতজ্ঞ বাংলাদেশী ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে , যারা শা এসোসিয়েটসের মাধ্যমে কানাডা , আমেরিকা , সুইডেন , অস্ট্রেলিয়া গিয়ে গ্র্যাজুয়েশন নিয়েছে; অথচ কনভোকেশনের পর তাদের পার্সোনাল ফেইসবুক পেইজ, লিঙ্কেডিন কিংবা কোনো সোশ্যাল মিডিয়ায় শা এসোসিয়েটসকে নিয়ে এক লাইনও কৃতজ্ঞতার লাইন লিখে না ! শুধু তাই নয়, অনেকে আমাদের ফেসবুক পেজে পোস্ট দেখার পর কানাডা আমেরিকা থেকে ফোন দিয়ে বলে ” ভাইয়া , এজেন্সি দিয়ে যে আসছি ….বন্ধুরা অনেকেই জানে না ! আমার পোস্টটা ডিলিট করা যায় না ! আমরা এমনও অনুরুধ পেয়েছি যিনি হয়তো বিভিন্ন প্রস্পেক্টিভ ফোরামে ছিলেন, IELTS-TOFEL কোচিং সেন্টারে ছিলেন ; নিজেই হয়তো কোনো কনসালটেন্সি ফার্মে চাকরি করতেন ! কিন্তু গিয়েছেন শা এসোসিয়েটসের মাধ্যমেই | সব প্রমান আমাদের হাতে রয়েছে ! সেইসকল ছাত্র-ছাত্রীদের কানে একটা ফুঁ দেবার জন্যই আমাদের এই পোস্ট দেওয়ার উদ্দেশ্য থাকবে ! যাই করেন না কেন , বিদেশে গিয়ে অকৃতজ্ঞ হবেন না ! যার মাধ্যমে এসেছেন তাঁকে স্মরণ রাখবেন ! এতো ভুলোমনা হলে কি চলবে ? — শা অ্যাডমিন ম্যানেজার
SA Associates | Embassy of the Global Citizen