সদ্য BBC News বাংলা থেকে পাওয়া খবর, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার স্কলারশিপ পেলেও বন্ধুর সোশাল মিডিয়া পোস্টের জন্য মার্কিন ভিসা বাতিল হয়েছে এক ফিলিস্তিনী তরুণের !!!
আমরা বারবার বলে আসছিলাম, সোশ্যাল মিডিয়ায় যাঁকে তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করবেন না ; কারো ব্যক্তিগত পোস্টে কুরুচিপূর্ণ মন্তব্য করবেন না ; ধর্মীয় পোস্টে জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসবাদ নিয়ে পজিটিভ কমেন্টস লিখবেন না ; অযথা সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক বিনষ্ট হয় এমন কিছু লিখবেন না । সেটা টুইটার হোক, ইনস্টাগ্রাম , ফেসবুক , লিঙ্কেডিন অথবা হোয়াটস্যাপ যাই হোক … নিজের অজান্তে অজ্ঞাতে এমন কোনো ভুল করবেন না ; যা ভবিষ্যতে আপনার অনেক সম্ভাবনার দুয়ার বন্ধ হয়ে যায় । অতএব, সাবধানে সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকবেন