L O A D I N G

ফেসবুকে আট বছরের পদার্পণে খোলা চিঠি

সোশ্যাল মিডিয়ায় আমাদের পদচারণা ২০১২ সাল থেকে | আজ আট বছর পূর্তি অফিসিয়াল ফেসবুক পেইজের | Have a look the Page Transparency . এই পথচলায় আমরা প্রতিদিন চেষ্টা করেছি ইনফোরমেটিভ পোস্ট দিতে , যা সত্য ও সঠিক তাই বলার চেষ্টা করেছি | আমাদের স্ট্রেট ফরওয়ার্ড পোস্টে অনেকেই আমাদের উপর রাগান্বিত হয়ে নামে-বেনামে ব্যাড কমেন্টস লিখে রিভিউ দিয়েছেন | আমরা এসব থোড়াই কেয়ার করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছি | আমরা প্রফেশনাল বাট কমার্শিয়াল নই | আমরা এই আট বছরে প্রায় ২৫০০ পোষ্ট দিয়েছি | অহেতুক কারো সমালোচনা, অন্যের বিজনেস নিয়ে বিষেদগার করা , কারো ফেসবুক পেইজে গিয়ে ব্যাড কমেন্টস করা আমাদের স্বভাব নয় | গত বিশ বছরে আমরা এসব ব্যাড প্র্যাক্টিস করিনি | আমরা আমাদের ছাত্র-ছাত্রীদের সফলতা নিয়েই গর্ব করি | আমাদের সাফল্যের পাল্লাই ভারী | আমাদের লেখালেখির আলোচনার বিষয় ছিল কিভাবে একজন স্টুডেন্ট তাঁর অর্জিত মেধা বুদ্ধি জ্ঞান দিয়ে খুব সহজে তাঁর স্বপ্নের দেশে যেতে পারে | সকল প্রকার টিপস পরামর্শ গাইডলাইন ছিল দূতাবাসের নিয়ম অনুযায়ী | সময় করে আমাদের পোস্টগুলো স্ক্রল করে পড়ে দেখুন , আপনি নিজেই হয়ে যান একজন দক্ষ অভিজ্ঞ এডুকেশন , ক্যারিয়ার এন্ড ইমিগ্রেশন কনসালটেন্ট | হয়ে যান আমাদের অলিখিত ব্র্যান্ড এম্বাসেডর | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment