L O A D I N G

প্রসঙ্গ- কানাডা সরকার কি পরিমান স্টাডি পার্মিট ( স্টুডেন্ট ভিসা ) ইস্যু করছে ?

( Fall- September 2023 ) ফল সেশন শেষ হলেই এ’ব্যাপারে পরিষ্কার ধারণা পাওয়া যাবে | এখন পর্যন্ত্য যতটুকু তথ্য আমাদের হাতে এসেছে, সেটার আলোকে যদি বলি — কানাডা সরকারের নিজস্ব এপের মাধ্যমে সফ্টওয়ার দিয়ে যে ভিসা প্রক্রিয়া চলমান রয়েছে , সেটা যদি আরো দুটি সেশন চলে , তাহলে আপনি যদি আপনার নিজের মেধা যোগ্যতা ও কোয়ালিটিকে ওভার কনফিডেন্ট মনে করেন, তাহলে আমরা বলবো—- আপনার সিদ্ধান্ত পরিবর্তন করবার সময় এসেছে ! নানান কিসিমের ব্লগ কিংবা ফোরামে অথবা দেশে-বিদেশে ভাসমান ইউটিউমারের কথা শুনে যদি কনভিন্সড হয়ে যান, তাহলে বলবো আপনি সবচেয়ে বড়ভুলটা করতে যাচ্ছেন | আপনার ভিসার ব্যাপারে কানাডার কোনো RCIC লয়ার কিংবা ঢাকা শহরের কোনো এডুকেশন এজেন্ট আপনাকে বিন্দুমাত্র কোনো সঠিক ধারণা দিতে অক্ষম !

তাহলে হয়তো বলবেন — যাবোটা কই ?

আপনাকে প্রথমেই বলবো– আপনি আপনার এডুকেশন , IELTS/GRE/GMAT স্কোর , জব এক্সপেরিয়েন্স , ফান্ড সাপোর্ট , সোশ্যাল টাইসে আমূল পরিবর্তন আনবেন | তারপর স্টাডি প্ল্যান , কভার লেটার লেখায় ৫% এর বেশি যেন কোনোকিছুই ম্যাচ না করে সেইদিকে নজর দিবেন | যুগোপযুগী সাবজেক্ট , কোর্সের বাইরে অন্য কোনো বিষয় নিয়ে অযথাই অফার লেটার এনে আন্দাজে জমা দিবেন না | কলেজ কিংবা ভার্সিটির অফার লেটার …যেটাই নির্বাচন করুন না কেন, আপনার প্রিভিয়াস এডুকেশন ব্যাকগ্রাউন্ডের সাথে যদি রিফ্লেক্ট না করে , তাহলে আমরা বলবো- আপনি অহেতুক সময় নষ্ট করছেন ; কিছু টাকা নষ্ট করছেন |

একজন দক্ষ অভিজ্ঞ ক্যারিয়ার ও এডুকেশন কনসালট্যান্ট আপনাকে এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা দিতে পারেন | বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি ওভারসিজ এডুকেশন কন্সাল্ট্যান্সি ফার্ম অবশ্যই আপনাকে যে কোনো বিষয়ে ধারণা দিতে সক্ষম | কারণ, সেই ফার্মটি বছরে ডিল করে প্রায় দুই তিনশো ফাইল | আর আপনি করছেন , আপনার নিজের ফাইলটি , মানে মাত্র একটি | অতএব, অভিজ্ঞতার একটা মূল্য তো আছেই | অন্যদিকে অনলাইনে মিষ্টি মিষ্টি কথা ফেরি করে বিক্রি করা হকারের কাছে যদি আপনার স্বপ্ন বিক্রি করেন, সেটার দায়-দ্বায়িত্ব আপনার | কানাডা সরকারের নয় !

এডুকেশন কন্সাল্ট্যান্ট নির্বাচনে কৌশলী হউন , নিজের বিদেশ যাত্রা নিরাপদ ও নির্ভরযোগ্য করে তুলুন | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment