L O A D I N G

প্রসঙ্গ: উচ্চ শিক্ষার্থে কানাডা সবার পছন্দের শীর্ষে কেন ? অন্য কোনো দেশ কেন নয় ?

এ’প্রশ্নটা আমাদেরও | কানাডায় উচ্চ শিক্ষা নিয়ে আমাদের ১৪ বছরের অভিজ্ঞতায় এ’প্রশ্নটা বারবার ঘুরে আসে |
আমাদের কাছে এর প্রধান পাঁচটি কারণ নিহিত –

১. অনার্স কিংবা পিজিডি করবার পরপর স্থায়ী নাগরিক হওয়ার সহজ উপায়
২. শিক্ষিত জনগুষ্ঠির বসবাস , জনসংখ্যাও তুলনামূলক অনেক কম
৩. জীবনযাত্রার মান অন্যান্য ধনী দেশের তুলনায় অনেকটা সহজ ও বাজেট ওরিয়েন্টেড
৪. শিক্ষার গ্রহণযোগ্যতা এবং একটু দেরিতে হলেও নিজস্ব ফিল্ডে চাকুরী পাবার নিশ্চয়তা
৫. পুরো পরিবারকে নিয়ে মাইগ্রেট করবার ( পিতা-মাতা সহ ) দুর্লভ সুযোগ |

উপরের এই পাঁচটি কারণ বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত শিক্ষিত পরিবার , অর্থনৈতিকভাবে সচ্ছল পরিবার ও বিদেশমুখী ছাত্র-ছাত্রীদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে | কারণ, বাংলাদেশের স্টুডেন্টরা আসলেই আন্তর্জাতিকভাবে যথেষ্ট কোয়ালিফাইড | বাংলাদেশে জায়গার অভাবে তারা তাদের মেধা বুদ্ধি চিন্তা ও শিক্ষার প্রতি আগ্রহকে বিকাশ করতে সুযোগ পায়না ! এটাই সমস্যা | বিদেশের নানা রাঙ্কিং ইনস্টিটিউশন আমাদের ভার্সিটি ও স্কুলকে আন্তর্জাতিক তালিকায় স্থান না দিলেও আমাদের মেধাবী ছাত্র-ছাত্রীদের যোগ্যতাকে মূল্যায়ন করে ভিসা দিচ্ছে , নাগরিকত্ব দিচ্ছে , স্কলারশিপ দিচ্ছে , জব দিচ্ছে …এটাই অনেক বড় পাওয়া | আসলে পুরো পৃথিবীটাই চলছে নানারকম নিয়মনীতির মধ্য দিয়ে | একেক দেশে একেক পদের নিয়ম-কানুন , সিস্টেম ; ভিসার নানা ফর্মালিটিজ | শত সিস্টেমকে ডিঙিয়ে আমাদের দেশের ছাত্র-ছাত্রী , তাদের অভিভাবকবৃন্দ সন্তানদের নিয়ে উন্নত দেশে স্বপ্নের ভেলায় ভেসে বেড়াচ্ছেন ও সেই স্বপ্নের সিঁড়িতে পৌঁছে গেছেন ….এটা সম্ভব হয়েছে বাংলাদেশের প্রতি মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপা ও সুদৃষ্টির কারণেই | শত শত দেব-দেবীর পবিত্র পদচারণা ও অলি-আউলিয়ার দোয়ায় পরিপূর্ণ একটি দেশ বাংলাদেশ | এখানে দিনের শেষে সবই পজিটিভ |

পরিশেষে আরেকটি কথা বলতে হয়….এই যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের আজকে বিদেশ যাত্রা ও সেটেলমেন্ট ( শিক্ষা বিষয়ে হউক কিংবা চাকুরী সংক্রান্ত বিষয় হউক ) ; তার পিছনে যাঁদের মূল ভূমিকা তাঁরা হচ্ছে এডুকেশন কনসালটেন্সি ফার্ম ও রিক্রুটমেন্ট এজেন্ট | আসুন, এই দুটি প্রতিষ্ঠানকে ধন্যবাদ দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রায় নিজেকে প্রস্তুত করি | সন্মান করি যে কোনো পেশাকে ; স্বীকার করি যে কোনো অর্জনকে |

অনেক দেশের ভিড়ে কানাডা হউক আপনার পছন্দের শীর্ষে | —- শা অ্যাডমিন ম্যানেজার |

Leave a Comment