আপনি যখন রিফিউজাল লেটারটা হাতে পাবেন, তখন এই দুই পাতার চিঠিটা আগাগোড়া পড়তে চেষ্টা করবেন | দেখবেন , ঐখানে স্পষ্ট করে লেখা আছে —
Next Steps: • If you decide to apply again, know that: –
○ your new application will be assessed on its own merits,
○ you must resubmit a new application and all relevant supporting documents and pay a new temporary resident application fee, and
○ your new application may be refused unless it is supported by new or different information that would satisfy the officer that you meet all application requirements.
অতএব, এক্ষেত্রে আপনাকে আমরা বিশেষভাবে অনুরুধ করবো – একজন ভালো কানাডা কোর্স গ্র্যাজুয়েট সার্টিফাইড কনসালটেন্ট এবং কোয়ালিফাইড এডুকেশন এজেন্ট কাউন্সেলর সার্টিফাইড অভিজ্ঞ একজন সিনিয়র কনসালটেন্টের সঙ্গে পরামর্শ করে দ্বিতীয়বার আবেদনটি করবেন | উনি হয়তো যেটা জানেন , আপনি হয়তো সেটা জানেন না ! কারণ, উনি বছরে ফাইল প্রসেস করেন তিনশো ! সাকসেস রেশিও হয়তো উনার ৯৫% ! আর আপনি কাজ করেছেন শুধুমাত্র আপনার ফাইলটি নিয়ে | বিভিন্ন ব্লগ বা ফোরামে যারা নিজে নিজে আবেদন করবার ফাউ পরামর্শ ও উৎসাহ দিয়ে বেড়ান……তাদেরকে বলবো, সবজায়গায় সব জ্ঞান দিয়ে বেড়াবেন না ! যখন ঐ ছাত্রের ক্ষতি হয়ে যায়, তখন কিন্তু আর আপনাকে খুঁজেও পাওয়া যায় না ! নিজের চরকায় তেল দিয়ে নিজের কাজ সমাধা করুন ! —- শা অ্যাডমিন ম্যানেজার