ফেসবুকে যে কোনো ফার্ম , প্রতিষ্ঠান, নিউজ পোর্টাল , ব্যক্তি যে কোনো বিষয়ে একটা তার ধ্যান ধারণা , তার ব্যবসার পণ্য, প্রোডাক্ট কিংবা যে কোনো সার্ভিস নিয়ে উপদেশমূলক , গঠনমূলক , বিজনেস টেকনিকের পোস্ট দিলে তার মধ্যে দেখা যায়…. যে লোক এখনো মেট্রিক ( এসএসসি ) পাশ করে নাই , সেও একটা কমেন্টস দেয় ; যে লোক তিনবেলা ঠিক মতো খেতে পারে কিনা সন্দেহ , সেও একটা কমেন্টস দেয় | আবার কিছু লোক আছে, যাদের হাতে মোবাইল হচ্ছে তজবীর মতো , সারাদিন টিপাটিপি করে | ওই পেইজ সেই পেইজে ঘুরে বেড়ায় আর কমেন্টস লিখে চলে , এটা তার একটা বদভ্যাস ! আমরা এক সপ্তাহ আগে কানাডায় ইমিগ্রেশন নিয়ে একটা সতর্কতা মূলক বিজ্ঞাপন দিয়েছি , সেখানে আমরা জরিপ করে দেখলাম , ৯০% লোকের বোধহয় কোনো কাজ-কর্ম নেই ; শুধু ফেসবুক চালায় আর মজমাস্তি করে সময়টা পার করছে | ঐসব মূর্খ অর্বাচীনদের জন্যে আমাদের করুণা আর আফসোসের ঝুলি ! আল্লাহ তাদের হেদায়েত দান করুক | শা এসোসিয়েটস স্পষ্ট ভাষায় একটা কথাই বলতে চায় , এই সেক্টরে টিকে থাকতে হলে সত্য ন্যায় ও সঠিক তথ্য দিয়েই ব্যবসা পরিচালনা করতে হবে ; যারা করছেন তাঁরা আমাদের প্রিয় বন্ধু , আমাদের শুভাকাঙ্খী ; আমাদের অতি প্রিয়জন | কোনো ফার্মের প্রতি আমাদের অভিযোগ নেই , কিন্তু যারা সুকৌশলে এই বিজনেস সেক্টরকে ধ্বংস করতে চান , বদনামের গালিতে ভরিয়ে দিতে চান , তাদেরকে কঠোর ভাষায় বলছি ….আপনি এই ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায় মনোযোগ দিন ; অন্য পথে হাঁটুন | আর যারা ফালতু আজেবাজে কমেন্টস দিয়ে আমাদেরকে বিরক্ত করেছেন , তাদের সকলের আইডি আইপি এড্রেস ট্রেক করে পুরো ডাটা নিয়ে আপনার ছবি সহ প্রত্যেকটি দূতাবাস ও সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী সংস্থার কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে | এটা সম্ভব কিনা , একজন আইটি স্পেশালিস্ট এর সাথে কথা বলে নিশ্চিন্ত হয়ে নিবেন | একটা কথা মনে রাখবেন , আপনার যেটা কাজ নয়, যে সাইটের নিউজ আপনার জন্যে নয়, সেই সাইটে গিয়ে অযথা বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন | অযথা ঝামেলা ও বিপদে পড়বেন না || — শা অ্যাডমিন ম্যানেজার
SA Associates | Embassy of the Global Citizen