L O A D I N G

পার্থক্য: শা এসোসিয়েটস বনাম এ-বি-সি-ডি কনসালটেন্সি ফার্ম

এখন ফেসবুক খুললেই বিভিন্ন স্টুডেন্ট কনসালটেন্সি ফার্মের নানা বাহানার বিজ্ঞাপন, সবই আমাদের ভাষা, বাক্য স্টাইল থেকে ধার করে নেওয়া। নিজেদের মাথার খুলিতে কিছু না থাকলে পরের ঝুলি থেকে কিছু নেবে… সেটাই স্বাভাবিক। আমরাও এখন আর কিছু বলি না। তাদের পোস্টের বেশীর ভাগই হচ্ছে ইন্টারনেট থেকে নামানো বিদেশী ছেলে-মেয়েদের ছবি দিয়ে একটা রচনা। যে সকল তথ্য আমরা ২০০৮ সালেই দিয়ে শেষ করে ফেলেছি। শা এসোসিয়েটস যখন ফেসবুকে মার্কেটিং প্রমোশন পলিসি শুরু করেছে, অনেকের তখন ফেসবুকের একাউন্ট-ই ছিল না। এখন সবাই একেকজন উপদেষ্টা!! আমরা সবাইকে অনুরুধ করবো…. সাকসেস স্টোরিজ না দেখে, অনলাইনে ঐসব ছাত্র-ছাত্রীদের সাথে চ্যাট করে কথা না বলে কোনো সিদ্ধান্ত নিবেন না। আমরা যেটা সাহসের সঙ্গে ডিক্লিয়ার দিয়ে পোস্ট দেই…. অনেকের সেই সাহস নেই। খালি বলে….ভর্তি হন, ভিসা এভাবে ওভাবে করে ফেলুন। অফিসে গেলে কথাই বলেন না… ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখেন। একটা স্টাডি প্ল্যান লেখার ব্যাপারে হেল্প চাইলে নাকি বলেন….. এটা আপনার নিজের কাজ। কিন্তু শা এসোসিয়েটস কখনই তা করে না। এ’পর্যন্ত্য শা এসোসিয়েটস তিন হাজার স্টাডি প্ল্যান এবং স্টেটমেন্ট অব পারপাস লিখে আর্কাইভ করে রেখেছে। এটাই হচ্ছে শা’এর কোয়ালিটি। একজন ছাত্রের প্রত্যেকটি ডকুমেন্ট তৈরিতে আমরা এটুজেড নজর রাখি, হেল্প করি যতক্ষণ না পর্যন্ত্য ওই স্টুডেন্টের স্যাটিসফেকশন আসে। অনেক ফার্ম আবার ইউনিভার্সিটি এবং কলেজের টিউশন ফী নিজের অফিসেই জমা রেখে একটা স্লিপ ধরিয়ে দেন…. যা সম্পূর্ণ বেআইনি ও একধরণের ক্রাইম। শা এসোসিয়েটস সর্বদাই বলে… নির্দিষ্ট ব্যাংকে যান, ঐখানে একাউন্ট খুলে সরাসরি টাকা পাঠান। সুইফট কপি বুঝে নিন। কিছু ফার্ম আছে বলে, ভিসার পরে টাকা দিবেন। এটা কেমন কথা? বিনা লাভে কেউ তুলার বোঝাও বয় কিনা আমাদের জানা নেই। এগুলো সব ধান্দাবাজি ফাঁকিঝুকি প্রতারণা মূলক কথাবার্তা। বাংলাদেশ সরকার পর্যন্ত্য “ফ্রি ভিসা বলে কিছু নেই” এই মর্মে বিটিভিতে বিজ্ঞাপন দিচ্ছে। অতএব, আমাদের কথাই ঠিক! কাজ করাতে হলে পেমেন্ট দিতে হবে, কম কিংবা বেশী| আপনার প্রয়োজনে আপনি বিদেশ যাবেন, আমরা ফ্রি সার্ভিস দিবো কেন?

এ’রকম অসংখ্য পার্থক্য আমাদের নলেজে আছে… আজ আপাতত এটুকুই…. ভবিষ্যতে আরো কিছু বিষয় নিয়ে লিখবো! ততদিন পর্যন্ত্য নিজের জ্ঞান,বুদ্ধি,মেধা খাটিয়ে ভালো কনসালটেন্সি ফার্মের মাধ্যমে ফাইল প্রসেস করুন… যদি প্রয়োজন মনে করে থাকেন!! — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment