স্বাধীনতার পঞ্চাশ বছরে বাংলাদেশে অনেকগুলো সেতু তৈরী হয়েছে । কিন্তু পদ্মা সেতু নিয়ে এতো চার্মিং , উৎসব উৎসব একটা ভাব কেন ? এর উত্তর খুবই সোজা । কারণ, পদ্মা সেতু তৈরী হয়েছে আমাদের অর্জিত করের টাকায়, আমাদের নিজস্ব সম্পদ দিয়ে , আমাদের প্রেম আবেগ ও ভালবাসা দিয়ে । সেইজন্যই পদ্মা সেতু নিয়ে এতো উন্মাদনা , এতো আগ্রহ ও খুশির ঝিলিক । এই পদ্মা সেতুতে রয়েছে শা এসোসিয়েটসের প্রতিটি অফিসারের ট্যাক্সের টাকা , শা এসোসিয়েটস থেকে প্রেরিত হাজার হাজার ছাত্র-ছাত্রী, ইমিগ্রেন্ট ফ্যামিলি ও ওয়ার্কারের পাঠানো বৈদেশিক মুদ্রার মূল্যবান বিনিয়োগ । এটা অস্বীকার করবার কোনো উপায় নেই !
এখন আমাদের দ্বায়িত্ব হচ্ছে , এই গর্বের পদ্মা সেতুর সুন্দর যত্নশীল রক্ষনাবেক্ষন ; দুর্ঘটনামুক্ত গাড়ি চালনা , যখন তখন সেতুর দুই প্রান্তে অহেতুক অকারণে ধর্মঘট না ডাকা , কিছু হলেই লাঠি-সোটা নিয়ে বেরিয়ে গাড়ি ভাঙচুর না করা ! জাতি হিসেবে আমরা খুবই আবেগী জাতি , আবেগ শেষ হয়ে গেলেই পদ্মা সেতু নিয়ে ভাববার সময় শেষ হয়ে যাবে । কিন্তু আমাদের হৃদয় থেকে যেন দেশপ্রেমবোধটা হারিয়ে না যায় । এটাই আমাদের বিনীত অনুরুধ ।
পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা ও সবশেষে এর বাস্তব রূপকার লৌহমানবী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শা টিম জানাচ্ছে গ্রেট স্যালুট !
স্বপ্ন স্বপ্নের মতো দেখা চাই ! ধন্যবাদ বাংলাদেশ, ধন্যবাদ আঠারো কোটি বাঙালী !