বিষয় : ন্যাশনাল ইউনিভার্সিটির ডিগ্রী ও ভিসা
অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন , আমরা কি কেবল প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে নিয়েই কাজ করি ? বাংলাদেশে কি সবচেয়ে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের ভিসা বেশী হয় ? আমরা সবাইকে একটা কথা বলে আশ্বস্ত করতে চাই যে , ইউনিভার্সিটি ইজ ইউনিভার্সিটি | দূতাবাস বা হাইকমিশন বাংলাদেশের কোনো পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটির ডিগ্রী নিয়ে মাথা ঘামায় না ! যেসব ইউনিভার্সিটির ব্যাপারে সরকারি নিষেধাজ্ঞা আছে , সেগুলার কথা ভিন্ন | আমরা ইতিপূর্বে ন্যাশনাল ইউনিভার্সিটি, বুয়েট , চিটাগাং ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটির কৃতি ছাত্র ছাত্রীদের নিয়ে অনেক পোস্ট দিয়েছি | এবার দিলাম ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করা চট্টগ্রামের ছেলে বিভাষ বড়ুয়ার ছবি | যিনি একাউন্টিং বিষয়ে অনার্স শেষ করে এখন টরোন্টোর সেনেকা কলেজে গ্লোবাল বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে পিজিডি করতে গেলেন গত সপ্তাহে ফর জানুয়ারী 2018 সেশনের জন্য | এ’রকম আরেকজন আছেন জনাব মাহবুব হোসাইন , যিনি এখন ল্যাম্বটন কলেজে পড়ছেন , তাকে নিয়ে থাকবে আগামী সপ্তাহে একটি পোস্ট |
অতএব, সবাইকে বলবো আপনি যে ভার্সিটিতেই পড়েন না কেন, ভালো সিজিপিএ তোলার চেষ্টায় ব্রত থাকুন ; তারপর IELTS-এ মিনিমাম ৬.৫ স্কোর তুলুন, শিক্ষা শেষে চাকুরীতে জয়েন করুন | প্রত্যেকটি বিষয় আপনার ভিসা এবং ভর্তি হতে যথেষ্ট সহায়ক হবে | প্রাইভেট না পাবলিক ….এ’নিয়ে অযথা সময় নষ্ট করবেন না |