L O A D I N G

নেক্সট ইনটেক : মে’ ২০২১ ( স্প্রিং সেশন )

কানাডার পরবর্তী সেশনে আন্ডারগ্রেড , মাস্টার্স কিংবা পিজিডি লেভেলে যে কোনো বিষয়ে অল্প কয়েকটি বিশ্ববিদ্যালয় ও কলেজে এডমিশন চলছে । সাধারণতঃ এই সেশনে কানাডার অনেক ইউনিভার্সিটি ভর্তি প্রক্রিয়া চালু রাখে না , তার প্রধান কারণ এক মাস পরেই সামার ভেকেশন ( পুরো দুই মাসের জন্য ); তখন অনেকেই কো-অপ প্রোগ্রাম চালু রেখে পড়াশোনা চালিয়ে যান এবং ক্যারিয়ারে অনেকটা সময় এগিয়ে নিয়ে যান । এ’ছাড়া পার্ট-টাইমের জবের ফ্যাসিলিটিজটা তখন অনেক বেশী পরিমানে থাকে । সেইসজন্যই আমরা বলবো, যদি আপনার IELTS করা থাকে ( Minimum 6.5 ) , ফান্ড সংক্রান্ত কোনো ঝামেলা না থাকে তাহলে মে সেশন আপনার জন্যে দারুন একটা সুযোগ তৈরী করবে । জানুয়ারির ৩১ তারিখের পর কানাডা ইমিগ্রেশন অনলাইনে আর কোনো আবেদন গ্রহণ করবে না । সুতরাং , আপনি নিজে ভিএফএস-এ গিয়ে ফাইল জমা দিতে পারবেন । আবেদনের শেষ তারিখ ১৫ই নভেম্বর’২০২০ । কানাডার কোন কোন বিশ্ববিদ্যালয় ও কলেজ আপনার জন্যে অপেক্ষমান, সেটা জানার জন্যেই আমাদেরকে কল করুন , শুধুমাত্র হোয়াটসএপ-এ ( 01755227766 ) ; অথবা এপয়েন্টমেন্ট নিয়ে সাক্ষাৎ করুন আমাদের কানাডা কোর্স গ্র্যাজুয়েট এক্সপার্টের সাথে ।

Contact us:
✅ WhatsApp: 01755227766

( বি.দ্রঃ: – শা এসোসিয়েটস কখনোই ইউনিভার্সিটির বা কলেজের টিউশন ফি কানাডায় পাঠানোর কথা বলে নিজেদের ব্যাংকে জমা রাখে না ।

Leave a Comment