সানডে টু মানডে ….. এক সপ্তাহ হয়েছে; ফেসবুক আর ইউটিউব সর্বস্ব কতিপয় ভুঁইফোড় সাইনবোর্ড নির্ভর এজেন্সি দাবী করে– তাদের কাজের অভিজ্ঞতা নাকি দশ বছর , বিশ বছর , ত্রিশ বছর ! অফিসের নাম আর মালিকের নাম নিয়ে ঢাকা সিটি কর্পোরেশনের অফিসে গিয়ে তদন্ত করলেই বেরিয়ে যাবে …কার লাইসেন্স কবে ইস্যু হয়েছে ? এখন ভুজুং ভাজুং ভুল-ভাল তথ্য দিয়ে টেকার কোনো সুযোগ নাই | এরপরেও কিছু ফার্ম এবং এজেন্সি সোশ্যাল মিডিয়াতে অনবরত মিথ্যা কথা বলেই যাচ্ছে | অনেক ট্রাভেল এজেন্সি আবার কানাডা সরকারের পেইজকে মডিফাই করে এডিট করে নিজে নিজে মনগড়া লাইন লিখে সাকসেস স্টোরিজের গল্প তুলে ধরছে | এটা যে একটা অনেক বড় অপরাধ ও ক্রাইম , সেই বিষয়ে তাদের বিন্দুমাত্র কোন ধারণা নাই ! যেদিন কানাডা সরকার থেকে ক্রাইম করবার অপরাধে চিঠি পাবে, সেদিন বুঝবে কত ধানে কত চাল ? যিনি নিজেকে অতি চালাক মনে করছেন , সে যেন মাথায় রাখে — তাকে, তার কাজকর্মকে কেউ না কেউ ফলো করছে, মনিটরিং করছে | তার ভুলভাল কাজ কর্মের ডকুমেন্টস নিয়ে কেউ না কেউ ফাইল তৈরী করছে | দুনিয়াটা এতো সোজা না কিন্তু ! সতর্ক হলে ভালো , না হলে সমস্যা তাদের ঘাড়েই এসে পড়বে |
রাতারাতি নিজেকে ব্র্যান্ড করবার যে দুষ্টবুদ্ধি ও ছলচাতুরি কিছু কিছু ফার্ম বেছে নিয়েছে , তাদের উদ্দেশে আমাদের স্পষ্ট কথা —- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্থাপিত স্টারবাক্সের লোগো দিয়ে টং দোকান করলেই সেটা কিন্তু স্টারবাক্স কোম্পানির না ! সাধু সাবধান !