কংগ্রাচুলেশন্স মিসেস রাফিয়া হোসাইন । সেইসঙ্গে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের প্রথম বেসরকারি ইউনিভার্সিটি নর্থ সাউথকে । আমাদের আরো ধন্যবাদ রইলো এনএসইউর (NSU) EEE-ফ্যাকাল্টির সকল প্রফেসর ও সম্মানিত ডিন মহোদয়কে । আমরা আরো ধন্যবাদ দিতে চাই ম্যাডাম রাফিয়ার শ্রদ্ধেয় পিতামাতাকে , যাঁরা অতি যত্নে গড়ে তুলেছেন এমন কৃতি সন্তানকে ।
কানাডার টপ র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয় (UBC ); দ্যা ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার এডমিশন ডিপার্টমেন্টের প্রতি রইলো অনেক অনেক কৃতজ্ঞতা , যাঁরা সঠিক সময়ে ম্যাডাম রাফিয়াকে পার্ট স্কলারশিপ সহ তাঁদের বিশ্ববিদ্যালয়ে পড়তে আমন্ত্রণ জানিয়েছেন । মাস্টার অফ এপ্লাইড সাইন্স ইন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চ শিক্ষা নিতে রাফিয়া ম্যাডাম এখন ভ্যানকুভারে ।
আমাদের শা এসোসিয়েটসের কর্পোরেট অফিসের সিনিয়র কনসালটেন্ট আল-আমিন স্যারের আন্তরিক সহযোগিতায় ভিসা পেতে বিন্দুমাত্র চিন্তা করতে হয়নি উনার । আসলে আমরা সহজ বাংলায় যেটা বুঝি তা হলো, স্কলার স্টুডেন্টসদের জন্য পৃথিবীর সকল দরজা খোলা । শুধু সময় বুদ্ধি আর চিন্তা-ভাবনা করে সাফল্যের চূড়ায় উঠাই হলো মূল কথা !! — শা অ্যাডমিন ম্যানেজার