L O A D I N G

নর্থ সাউথ ইউনিভার্সিটি -র বিশতম কনভোকেশন সিরিমনি

আজ বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ” নর্থ সাউথ ইউনিভার্সিটি ‘-র বিশতম কনভোকেশন সিরিমনি | বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু কিন্তু নর্থ-সাউথের হাত ধরেই | আমার প্রফেশনের সুবাদে নর্থ-সাউথের ছাত্র-ছাত্রীদের যতটা কাছে আসতে পেরেছি, তাদের স্বপ্ন নিয়ে কাজ করেছি ..আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে যদি কোনো প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সর্বোচ্চ মেধার মূল্যায়ন করতে হয়, তাহলে নর্থ সাউথের মেধাবী ছাত্র-ছাত্রীদের করতেই হবে || প্রতি বছর প্রায় একশ ছাত্র-ছাত্রীর উচ্চ শিক্ষার্থে কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া ব্রিটেন ও ইউরোপে প্রেরণের মাধ্যমে আমি তাদের চমৎকার ব্যবহার , ভদ্রতা , আদব-কায়দা , বাংলাদেশ নিয়ে তাদের স্বপ্নের কথা শুনে দেখে আমি মুগ্ধ, আমি অভিভূত ! ভার্সিটির নামটা নিয়েই আমার আপত্তি …….এই ভার্সিটি তো এখন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এমনকি দেশের সীমানা ছাড়িয়ে সকল দিকের ছাত্র-ছাত্রীদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় !! তাহলে, শুধু এটা ” নর্থ-সাউথ ” হয়েই থাকবে কেন ?

———- সুপ্রিয় কুমার চক্রবর্তী , সি.ই.ও; শা এসোসিয়েটস

Leave a Comment