L O A D I N G

নর্থ সাউথ ইউনিভার্সিটির সাদ-বিন-আলম ইউনিভার্সিটি অফ অটোয়ার স্পন্সরে কখনও ফিনল্যান্ড কখনও বা জার্মানি।

সাদ-বিন-আলম! নর্থ সাউথ ইউনিভার্সিটি এই মেধাবীকে কতটুকু মূল্যায়ন করেছে, আমাদের জানা নেই। কিন্তু কানাডার ইউনিভার্সিটি অফ অটোয়াতে যখন সাদ গেলো, তখন তার মেধা, ক্লাস পারফর্মেন্স, এক্সাম রেজাল্ট দেখে সাদকে ফুল স্কলারশিপে পড়ার সুযোগ করে দিলো! এখন সে কানাডা সরকারের Ontario Graduate Scholarship স্কিমের আওতায় Nanophotonics বিষয় নিয়ে রিসার্চ করছে। বিশ্ববিদ্যালয়ের নানা কম্পিটিশনে সাদের ছবি এখন ওয়েবসাইটের বিভিন্ন লিংকে। ইউনিভার্সিটির স্পন্সরে ইতিমধ্যে সাদ ফিনল্যান্ডে এক সাইন্স সেমিনারে অংশগ্রহণ করে এসেছে। অক্টোবরে যাচ্ছে জার্মানি। সব খরচই ইউনিভার্সিটি অফ অটোয়ার। গুগল স্কলার লিংকে সাদের নাম উঠে এসেছে তাঁর গবেষণার ভিন্নতা নিয়ে। ইউনিভার্সিটির একাডেমিয়াতেও সাদের নাম এখন জ্বলজ্বল করছে। কানাডার ডিফেন্স সেক্টরে সাদের রিসার্চ টপিকস পছন্দ হয়েছে, ওর সাথে কাজ করতে কানাডার ডিফেন্স সেক্টর এখন প্রস্তুত। এমন ছাত্রের জন্য কানাডা গর্ব করতেই পারে, আর আমরা গর্ব করতে পারি শা এসোসিয়েটস সঠিক সময়ে পারফেক্ট স্টুডেন্টকে জায়গামতো পাঠিয়েছে। বাংলাদেশের এই কৃতি সন্তানের জন্য সাদের বাবা-মাকে আমাদের গভীর শ্রদ্ধা ও অনেক অনেক ধন্যবাদ।
( ছবিতে সাদ-বিন-আলম বা’থেকে দ্বিতীয় ) —- — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment