L O A D I N G

ধন্যবাদ সুলতানা রাহেলা আক্তার ম্যাডাম | CANADA VISITOR VISA

ধন্যবাদ সুলতানা রাহেলা আক্তার ম্যাডাম |

সময় পেলেই কাব্য গ্রামীনফোনের মাকে মোবাইল দেওয়ার সেই বিজ্ঞাপনটা ইউটিউবে দেখে বারবার | মোহাম্মদ ফারাজ কাব্য , ইয়র্ক ইউনিভার্সিটির স্টুডেন্ট | অনেকদিন হয় মাকে দেখা হয় না ; হোয়াটস্যাপ কিংবা মেসেঞ্জারের কথোপকথন কাব্যের মনে একবুক শূন্যতা দিয়ে যায় | মাকে ছাড়া থাকা হয়নি একদিন-ও ! কতদিন হয়ে গেলো, কাব্য নাম ধরে কেউ ডাকে না; ধমক দিয়ে ভাত খেতে কেউ বসায় না ! বুকের উপর থেকে বই সরিয়ে কেউ কম্বল দেয়না এখন ! ভাই-বোনের দুষ্টামিতে মায়ের যত অভিযোগ যেন কাব্যকে ঘিরেই | কাব্য সেগুলো খুব মিস করে আর একা একা নিজের মধ্যে পুষে রাখে | আমাদেরকে ফোন দিয়ে বললো , আব্বুর তো ভিসা করে দিয়েছেন স্যার, আম্মু আর ভাই-বোনের ভিসাগুলো-ও কি করে দেওয়া যাবে ?

আমরা কথা দিয়েছিলাম , কেন নয় ? কাব্যের মুখে ভালবাসার কবিতার মতন হাসি ফুটিয়ে দিতে পেরে ঈদের আনন্দ উপভোগ করছে শা এসোসিয়েটস | এবার কাব্যের কণ্ঠে ভেসে উঠুক, সেই গ্রামীণ ফোনের বিজ্ঞাপনের গান – পথের ক্লান্তি ভুলে স্নেহভরা কোলে তব মাগো , বলো কবে শীতল হবো ?

কাব্য, মা আসছে ঈদের ছুটিতে | —- শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment