সতর্কবার্তা
আজকের দৈনিক প্রথম আলোর ১২ নং পাতার ” অর্থ-বাণিজ্য ” পাতার স্প্যেশাল প্রতিবেদন এটি | আমরাও শংকিত ,কারণ- ফেসবুক খুললেই এখন এতো অনলাইন ভিত্তিক কনসালটেন্ট . এতো এজেন্সী যাদের না আছে কোনো সনদ, না আছে কোনো রিকগনিশন , না আছে কোনো অভিজ্ঞতা , না আছে কোনো বিষয়ে প্রপার নলেজ ! শুধুমাত্র আন্দাজের উপর ভিত্তি করে ভাড়া করা মডেল দিয়ে সাকসেস স্টোরিজের বিজ্ঞাপন বানিয়ে কানাডা ও আমেরিকায় ভর্তি এবং ভিসা সার্ভিস নিয়ে রমরমা চটকদার বিজ্ঞাপন বানিয়ে হুড়ুম-ধারুম আখেরি বিজনেস করে যাচ্ছেন | কারণ, তার উদ্দেশ্য একটাই , শর্টকাট যা ইনকাম করা যায় ! আপনি গত তিন বছরের ফেসবুক ঘেটে কনসালটেন্সি ফার্মের একটা লিস্ট বের করেন, আর আজকে মিলিয়ে দেখেন তো …কতজন টিকে আছে ? ৯৮% ফার্মের কোনো হদিস-ই আপনি পাবেন না !! এটাই বাস্তবতা ! আমাদের কিছু স্টুডেন্টস ও অভিভাবক আছেন, যারা আবার ওদেরকেই খুঁজেছেন ; কারণ সস্তা ও ফ্রি সার্ভিস ; ভিসার পর টাকা, পৌঁছার পর টাকা , ওই দেশে গিয়ে চাকুরী করে টাকা পরিশোধ নানান লোভনীয় অফার ! এইসব চক্করে পড়ে হারিয়েছেন মূল্যবান সনদ, অর্থ; খুইয়েছেন স্বপ্ন, আশা , মান-সন্মান সবকিছু ! এখন মোবাইলে বাংলা টাইপিং করার সুবিধা থাকার কারণে অন্যের পেজে ঢুকে এই বিজনেস নিয়ে গালাগালি দিচ্ছেন, অন্যকে সতর্ক করছেন , নানান উপদেশ দিয়ে বেড়াচ্ছেন | আমরা তো আপনাকে সতর্ক করতে চাই — নিজের মূর্খামি সস্তা খাওয়ার নেশা সহজে কিছু পাওয়ার আশা এইসব বাদ দিয়ে ভালো এডুকেশন এন্ড ইমিগ্রেশন এজেন্টের শরণাপন্ন হউন ; নিজের স্বপ্নকে একটা মিনিমাম লেভেলে নিয়ে যান | এই ব্যবসাকে যারাই শঙ্কায় ফেলেছেন ও ভবিষ্যতে ফেলার জন্যে কাজ করছেন , তাদের জন্য আস্তে আস্তে তৈরী হচ্ছে নানান বিধি-নিষেধ , সময়ের অপেক্ষা মাত্র ! — সুপ্রিয় কুমার চক্রবর্তী, সিইও , শা এসোসিয়েটস