L O A D I N G

তৈরী থেকো ! ” আমি কথা রেখেছি ….!

ওয়াসিক বিন ওমর, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স-এ অনার্স করে ভাবতে শুরু করলেন ” আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ” এর উপর মাস্টার্স করলে কেমন হয় ? ব্র্যাক-এ পড়াশোনার সময় থেকেই এই ভাবনাটা মাথায় ঘুরপাক খাচ্ছিলো ! সেইজন্য নিজের উদ্যমে সাবজেক্ট রিলেটেড জব , এক্সসেলেন্ট IELTS স্কোর , ভালো স্টেটমেন্ট অফ পারপাস লিখা , আধুনিক ফরমেটে সি.ভি তৈরী —সবকিছুই সঠিক সময়ে সম্পন্ন করে ভর্তির সকল কাগজ পত্র নিয়ে শা এসোসিয়েটস-এর অফিসে | আমার সাথে কথা বলে ভরসা ও বিশ্বাসের জায়গাটা অনেক বড় হয়েছে জানালো | আমি ও কথা দিয়েছিলাম, ” ওয়াসিক, কানাডায় তোমার স্বপ্নের বিষয় নিয়ে পড়তে যাওয়া হচ্ছে | তৈরী থেকো ! ” আমি কথা রেখেছি ….! কানাডার Fanshawe College এর সাথে পাথওয়ে প্রোগ্রাম ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়াতে পছন্দের বিষয়ে মাস্টার্স করতে ওয়াসিক এই মাসের একুশ তারিখ টরোন্টোর উদ্দেশে ঢাকা ছাড়বে | শা এসোসিয়েটসের স্বপ্ন উড়ান-এর গল্প চলতেই থাকবে |— S.K.Chakraborty, CEO

Leave a Comment