L O A D I N G

তথাকথিত স্টুডেন্টস হেল্পিং ফোরাম , কতিপয় অতি শিক্ষিত বুদ্ধিজীবী ও আমাদের দুটি কথা ||

ফেসবুক খুললেই আপনি দেখা পাবেন হাজার হাজার বুদ্ধিজীবীর , শত শত পন্ডিতের বিদেশে উচ্চ শিক্ষা , ইমিগ্রেশন নিয়ে জ্ঞানগর্ভ পরামর্শ বিষয়ক অনলাইন ভিত্তিক খুপরি দোকান ! অনেকে আবার একত্র হয়ে নানান নামে ফোরাম-টোরাম খুলে বসেছেন | তাদের অফিস কোথায় , কে তাদের প্রধান পন্ডিত বা পরামর্শদাতা , কি তাদের কন্টাক্ট ডিটেইলস ……কেহই জানেন না | বাট, সুন্দর সুন্দর কথা বলে অনেকের নানান তথ্য উপাত্ত নিয়ে যাচ্ছেন | ভবিষ্যতে এগুলি কোনকাজে ব্যবহৃত হবে …কোন বিপদ অপেক্ষা করছে তাদের জন্য , সেটা একমাত্র আল্লাহ ভালো বলতে পারবেন |

আরেকটি কথা , ঐসব তথাকথিত নাম-ঠিকানাবিহীন জন্ম-সনদহীন অফিসের পেইজে প্রায়শ ঢাকা শহর তথা সমগ্র বাংলাদেশের এডুকেশন এজেন্টস , ইমিগ্রেশন কনসালটেন্সি ফার্ম নিয়ে বিরূপ মন্তব্য , গালিগালাজ আমাদের নজরে পড়ে | আমি জানি না , অন্যান্য এজেন্সি , ফার্ম কিংবা তাদের সংগঠনের কর্তাব্যক্তিদের ঐসব পোস্ট চোখে পড়ে কিনা ? আর পড়লেও …তারা কোনো ভূমিকা নিয়েছেন কিনা ? আমরা এ’নিয়ে বহুবার লিখেছি | আজকে আবারো লিখছি …!

ঐসব ফোরামে অনেক বিএ-এমএ , এমবিএ , বিবিএ , ইঞ্জিনিয়ার , ডাক্তার , এমনকি পিএইচডি ডিগ্রিধারী স্টুডেন্টস নিজেদের চেষ্টা ও যোগ্যতায় কানাডার ভিসা পেয়ে গেলেই ভাবেন ,……বিশ্ব জয় করে ফেলেছেন | কানাডার প্রধানমন্ত্রী হওয়া বোধ এখন সময়ের অপেক্ষা মাত্র ! অন্যান্য স্টুডেন্টসদের জ্ঞান দিতে থাকেন | এজেন্টসদের সংস্পর্শ এড়িয়ে যেতে বলেন | তাঁদেরকে দালাল নামে সম্ভোধন করেন | এর আগে কানাডার এক ল’ইয়ার দ্বারা পরিচালিত ফার্ম ( ডেভিড কোহেন সম্ভবতঃ ) থেকে একইরকম কর্মকান্ড পরিচালিত হতো | সেই ভদ্রলোক এখন নিজেই দৌড়ের উপর , এই হচ্ছে কানাডার ল’ইয়ার !! এখন নতুন উৎপাত এইসব উদ্ভট নামধারী ফোরাম | আপনি নিজে অতি বুঝেন , ভিসা পেয়েছেন , ভালো কথা | আমরা এপ্রিসিয়েট করি , আপনি আরো এগিয়ে যান | আমরা চাই , আপনি সাফল্যের সর্বোচ্চ শিখরে উঠে দেশ , পরিবার ও সমাজের মুখ উজ্জ্বল করুন |

কিন্তু ফোরামে আপনাকে অন্যের পেশা, ব্যবসা , ও তাদের বিজনেস কন্সেপ্ট নিয়ে কথা বলতে , প্রচার করতে কে বলেছে ? যদি কোনো ফার্ম ভুল কাজ করে থাকে , কোনো ছাত্র-ছাত্রীর সাথে প্রতারণা করে থাকে …তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার শাস্তি হবে | আপনাদেরকে একটা কথা বলি ….আপনি যেমন অনার্স-মাস্টার্স , বিবিএ-এমবিএ ডিগ্রিধারী , ঠিক সেইরকম সিজিপিএ ডিগ্রিধারী, আপনার বিশ্ববিদ্যালয়ের বন্ধু , বড়ভাই , বড়বোন ; আপনার চেয়ে ভালো সিজিপিএ , IELTS-এ ৮.০, ৮.৫ স্কোরধারী , এমনকি জিআরএ -জিম্যাট স্কোরার , মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো জব করছেন ….সেই স্টুডেন্টস , সেই প্রফেশনাল স্কীলডধারী ব্যক্তিবর্গ যখন আমাদের মতো এজেন্সির কাছে এসে সার্ভিস নেন ….তাহলে উনারা কি রাস্তা ভুল করে এসেছেন ? উনারা কি আপনার চেয়ে কম বুঝেন নাকি ? ফোরামে ঢুকে আপনি হয়তো নিজের ভাগ্যের পরিবর্তন করতে পেরেছেন …..আপনি অন্যের ভাগ্যের পরিবর্তনে কোনো ভূমিকা রেখেছেন ? কিন্তু একটা এজেন্সি …..দেশ ও পরিবারের কল্যানে সার্ভিসের বিনিময়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন ! যা আপনি হয়তো সারাজীবনেও পারবেন না | একটি এজেন্সির কনসালটেন্টের মেধা , দক্ষতা ও যোগ্যতায় অনেক সাধারণ শিক্ষার্থীর জীবনের গতির পরিবর্তন হয়েছে | যেটা আপনার দ্বারা একশো বছরেও সম্ভব হবে না | অতএব, ঐসব নামসর্বস্ব ভুঁইফোড় ফোরামের মেম্বার হয়ে নিজেকে অতি চালাক পন্ডিত বা বুদ্ধিজীবী মনে করবেন না | আপনার চেয়ে অনেক চালাক , বুদ্ধিমান , বুদ্ধিমতী , স্মার্ট লোকজন এই ঢাকা শহরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন | আর কোনো পেশাকেই অসম্মান করবেন না | আপনার সমযোগ্যতার লোকজনই এজেন্সির কাছে ধর্ণা নিয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে …অতএব এজেন্সি বা কোনো কনসালটেন্সি ফার্ম কখনোই দালাল বা আদম ব্যবসায়ী নয় |

একজন ভালো কনসালটেন্ট হতে গেলে কি কি যোগ্যতা লাগে , এবং কারা কারা এই যোগ্যতা অর্জন করেছে , সেটা পর্যন্ত কানাডা গভর্নমেন্টের সাপোর্টিং পেইজে দেওয়া আছে | একটি ভালো ফার্ম পরিচালনা করতে গেলে অনেক কাঠ-খড় পেরিয়ে , অনেক দ্বায়িত্ব মাথায় নিয়ে তারপর অফিস চালাতে হয় | সরকারকে প্রতি বছর অনেক টাকার ভ্যাট ট্যাক্স দিয়ে তারপর অফিসের কার্যক্রম ঠিক রাখতে হয় | ঐসব দুইদিনের যোগী ভাতকে বলে অন্ন মার্কা তথাকথিত ফোরামের কিন্তু ঐসব ঝামেলা নেই | শুধু সম্বল …মুখ ভর্তি সমালোচনা , পরনিন্দা , জ্ঞান বিতরণ , আর ভিসা এপ্রুভ হলে বিশ্ব জয় করে ফেলার পোস্ট | শা এসোসিয়েটস ঐসব ফোরামের পজিটিভ কর্মকান্ডকে সমর্থন করছে ….আর সকল প্রকার নেতিবাচক বক্তব্য ও এজেন্সি নিয়ে যে কোনো সমালোচনাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে | সকলের শুভ বুদ্ধির উদয় হউক ….এই প্রত্যাশায় | —- শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment