আমাদের অফিসে এসে অনেকেই বলেন …….” অমুক এজেন্সী তমুক এজেন্সী টিউশন ফি তাদের অফিসে জমা দিতে বলেছে , তারা নিজেরাই নাকি সেই টাকা পাঠিয়ে দেবে | পরে যদি ভিসা না হয় , তারাই আবার সেই টাকা ফেরত নিয়ে আসবে | ” আমরা এইসব শুনি আর ভাবি …….এতবড় মিথ্যা কথা , এতবড় শঠতা , এতবড় প্রতারণা কিভাবে সম্ভব ? বাংলাদেশের কোন এডুকেশন এজেন্সী কোনো স্টুডেন্টের টিউশন ফির টাকা নিজের ভল্টে, নিজের একাউন্টে , অফিসের একাউন্টে রাখার বিন্দুমাত্র ক্ষমতা রাখেন না | এটা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ |
আমরা সবাইকে একটি কথাই স্পষ্ট করে বলবো …..আপনি অফার লেটার পাওয়ার পর নির্দিষ্ট ব্যাংকে গিয়ে স্টুডেন্ট ফাইল ওপেন করুন ; তারপর সেই একাউন্টের মাধ্যমে বৈধ উপায়ে আপনার পছন্দের ইউনিভার্সিটি বা কলেজে নির্দিষ্টি উল্লেখিত টিউশিন ফি পাঠান | যদি কোনো কারণে আপনার ভিসা না হয়, তাহলে রিফান্ড পলিসি অনুযায়ী ওই বিশ্ববিদ্যালয়/কলেজ আপনার প্রেরিত টাকা আবার আপনার একাউন্টেই পাঠিয়ে দেবে | এটাই প্রকৃত নিয়ম |
একটা জিনিস মনে রাখবেন …আপনি যদি জ্ঞাতে বা অজ্ঞাতে কোনো বেআইনি কাজকে সাপোর্ট দেন, তাহলে আইনের চোখে আপনিও অপরাধী | ডকুমেন্টসের মারপ্যাচে আপনি কিন্তু রেহাই পাবেন না | এই ধরণের অর্থ লেনদেন একসময় মানি-লন্ডারিং কেসে টার্ন নিতে পারে ! অতএব , সাধু সাবধান ||
বৈধ উপায়ে বিদেশে অর্থ প্রেরণ করুন কিংবা রেমিটেন্স আনুন | দেশের উন্নয়নে ভূমিকা রাখুন , নির্ভেজাল নিরাপদ থাকুন |
শা এসোসিয়েটসের সঙ্গে চুক্তি মোতাবেক ব্যাংকের তালিকা –
Standard Chartered Bank
HSBC
The City Bank
Eastern Bank Ltd