
টরোন্টোর পপুলার CN Tower-এর ১১৪ তলায় অবস্থিত 360 Degree রেস্টুরেন্টে আমাদের সিইও-র সম্মানে এক নৈশ ভোজের আয়োজন করেন আমাদের কানাডা অফিসের কান্ট্রি ম্যানেজার ও চিফ অপারেটিং অফিসার মিস্টার অর্ণব চক্রবর্তী | উক্ত ডিনারে উপস্থিত ছিলেন আমাদের কর্পোরেট অফিসের সিনিয়র কনসালট্যান্ট বাপন সাহা ; চট্টগ্রাম অফিসের রিজিওনাল ম্যানেজার মনোজিৎ দাস ; আমাদের ট্রাভেল পার্টনার মো: মুরাদ হোসাইন ; টরোন্টোতে বসবাসরত ও অধ্যায়নরত ছাত্র-ছাত্রী সহ সিলেক্টেড অতিথিবৃন্দ; যারা সত্যিকারের শা এসোসিয়েটসের শুভাকাঙ্খী | সময়ের স্বল্পতার কারণে আমরা টরোন্টোতে পুরো কানাডাতে বসবাসরত হাজার হাজার ছাত্র-ছাত্রী ও ইমিগ্রেন্ট ফ্যামিলির সবাইকে আমন্ত্রণ জানাতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত | —– শা অ্যাডমিন ম্যানেজার