কানাডায় উচ্চশিক্ষা নিয়ে কাজ করার পাশাপাশি আমরা চেষ্টা করি আমেরিকা ও কানাডায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে অংশগ্রহণ করতে । সেইসব সফরের মাধ্যমে আমাদের সংযোগ যেমন বিস্তৃত হয়, তেমনি বাড়ে আমাদের গ্রহণযোগ্যতা । ইউনিভার্সিটির অফিসিয়াল স্টাফ এনে ঢাকায় ফটোসেশনের চাইতে আমরা গুরুত্ব দেই – কানাডায় গিয়ে সেই সকল ভার্সিটির ক্যাম্পাস ঘুরে দেখা , হোস্টেল ঘুরে দেখা , সরেজমিনে আন্তর্জাতিক স্টুডেন্টস এডমিশন অফিসারের সাথে কথা বলে আমাদের প্রিয় স্টুডেন্টসদের ভর্তি এবং স্কলারশিপের ব্যাপারে সর্বোচ্চ সুযোগ আদায় করে নেওয়া ।
এ’বছর টরোন্টোতে অনুষ্ঠিতব্য ICEF-কনফারেন্সে শা এসোসিয়েটসের দুই চৌকষ কনসালটেন্ট মোহাম্মদ আল-আমিন স্যার ও বাপন স্যার । কানাডার Kwantlen Polytechnic University-এর সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর হাস্যোজ্জ্বল মুহূর্ত । এবার আমাদের ছাত্র-ছাত্রীদের মুখে হাসি ফোটানোর পালা । — শা অ্যাডমিন ম্যানেজার
আমাদের সাথে যোগাযোগের জন্য কন্ট্যাক্ট করুন অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে।
✅ হোয়াটসঅ্যাপ নম্বর: +880 1755227755