আপনার প্রয়োজন হবে সকল কাগজপত্র পিডিএফ ফরমেটে স্ক্যান করা , যেমন সকল শিক্ষাগত সনদ , সার্টিফিকেটস , পাসপোর্ট কপি , জেপিজি ফরমেটে আপনার ছবি , সিভি , সাবজেক্ট অনুযায়ী এসওপি ( SOP ) লিখে রাখা এমএস ওয়ার্ডে ( প্রয়োজনে পিডিএফ করে রাখুন ), বার্থ সার্টিফিকেট এবং ন্যাশনাল আইডি স্ক্যান করে রাখা ; সেইসঙ্গে দুইজন টিচারের রিকোমেন্ডেশন লেটার ও স্ক্যান করে রাখুন ( পিডিএফ ফরমেটে ); এপ্লিকেশন ফর্ম টা ফিল-আপ করে ডাউনলোড করে রাখুন ; ব্যাঙ্ক সার্টিফিকেট এক বছরের স্টেটমেন্ট সহ, অভিভাবকের ইনকাম সোর্স ডকুমেন্ট যেমন ট্রেড লাইসেন্স, টিন-ভ্যাট সার্টিফিকেট , মেমোরেন্ডাম , বিজনেস এসোসিয়েশন এর কাগজপত্র ; পিতা বা মাতা চাকুরী করিলে তার যথযথ কর্তৃপক্ষের নিকট হইতে জব লেটার কনফার্মেশন ( CIC-র রুল অনুযায়ী ) , প্রপার্টি ডকুমেন্টস ইত্যাদি ।
স্টাডি প্ল্যান লিখে রাখুন , সিআইসি-র প্রশ্ন অনুযায়ী । এই হচ্ছে মোটামুটি একটা ধারণা । তারপরেও অনেক লেখালেখির কাজ , ডকুমেন্টস বিন্যাস , প্রপার ওয়েতে ফাইল সাবমিশনের উপর নির্ভর করে আপনি সত্যি সত্যি আপনার স্বপ্নের দেশে প্রিয় সাবজেক্ট নিয়ে পড়তে যেতে পারছেন কিনা ? সব বিষয়ে নিজেকে অতিমাত্রায় জ্ঞানী বা বুদ্ধিমান ( অথবা সবজান্তা শমসের ) না ভেবে একজন এডুকেশন কনসালটেন্টের পরামর্শ নিন , নিজের ইচ্ছা ও স্বপ্নকে বাস্তবে রূপ দিন ।
আমাদের সাথে কথা বলতে সরাসরি কল অথবা টেক্সট করুন আমাদের অফিসিয়াল হোয়াটস্যাপ নম্বরে ।
✅ হোয়াটস্যাপ : 01755227766, 01755227755
Visit our Blog ▶️ https://blog.saavisa.com/
To “Your” Success,
SA Associates