খুবই সুন্দর প্রশ্ন ! কানাডার স্টাডি পারমিটের রিফিউজাল লেটারের অন্যতম কারণ থাকে — ভিসা কনস্যুলার বাংলাদেশে আপনার ফ্যামিলি এন্ড সোশ্যাল টাইস দেখে মোটেও সন্তুষ্ট হননি ! এখন আপনি হয়তো বলতে পারেন , উনি কিভাবে জানলেন আপনার পারিবারিক ও সামাজিক মর্যাদার বিষয়টা ? উনি তো আপনাকে ব্যক্তিগত ভাবে চিনেন না কিংবা আপনার সাথে এক কাপ চা-ও তো পান করেননি ! তাহলে ?আসলে ব্যাপারটা খুবই সিম্পল ! আপনার বাবার বা মায়ের পেশা পদবি বিজনেস আয় রোজগার সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে ভূমিকা পর্যালোচনা করে ভিসা কনস্যুলার এই ব্যাপারে একটা ধারণা নিয়ে থাকেন ! অতএব, সেই ক্ষেত্রে আপনার উচিত হবে একজন দক্ষ অভিজ্ঞ এডুকেশন এন্ড ক্যারিয়ার কনসালটেন্টের পরামর্শ নেওয়া ! কারণ, তাঁদের একটা ডেস্ক্রিপশন রাইট-আপ ভিসা প্রদানের ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে | আপনার লেখার স্টাইল আর আমাদের লেখার স্টাইল কিন্তু ভিন্ন ! কারণ, আমরা বছরে তিনটা সেশনে মোট ভিসা করি প্রায় তিনশো জনের ! আর আপনি শুধু নিজেরটা করবার জন্যে যথেষ্ট উপযুক্ত একজন এপ্লিকেন্ট ! সেক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা নিশ্চয় আপনার চেয়ে বেশি, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই ! তারপরেও , আপনার হয়তো কোনো কোনো ক্ষেত্রে ভুল হতেই পারে ! সবাই কিন্তু সব বিষয়ে অভিজ্ঞ না ! এটা মাথায় রাখলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায় ! কানাডা ও আমেরিকায় শিক্ষা বিষয়ক বিভিন্ন সেমিনারে অংশ নিয়ে প্রশ্নোত্তর পর্বে আমরা নানান বিষয়ে প্রসঙ্গ তুলে একটা রিফিউজাল বিষয়কে সারাজীবনের জন্য তুলে দিতে সক্ষম হয়েছি —সেটা হলো ট্রাভেল হিস্ট্রি ! একজন স্টুডেন্টকে ভিসা প্রদানের ক্ষেত্রে তার ট্রাভেল হিস্ট্রি কেন থাকতে হবে ? সে কি ট্রাভেলার নাকি স্টুডেন্ট ? ট্রাভেল করলে কি পয়েন্ট বাড়বে ? ট্রাভেল করলে সেই টাকা কে দেবে ? এইসব প্রশ্ন ও লেখালেখি অবশেষে কাজে এসেছে | কিন্তু ফ্যামিলি এন্ড সোশ্যাল টাইস একটা মেজর ইস্যু হিসেবে থাকবেই ! আশা করছি, ভিসা এপ্লিকেশন করবার সময় এই ব্যাপারটার জন্য একজন সার্টিফাইড এডুকেশন কানাডা কোর্স গ্র্যাজুয়েটের সঙ্গে কথা বলে তারপর অগ্রসর হবেন ! —- শা অ্যাডমিন ম্যানেজার CCG: Canada Course Graduate certified by ICEF
SA Associates | Embassy of the Global Citizen