L O A D I N G

চিটাগংয়ের প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে Thompson Rivers University-তে পৌঁছে গেলেন মিহির কান্তি দাস।

Student Name: Mihir Kanti Das
Ex. Student of Premier University, Chittagong
Admitted at Thompson Rivers University

মিহির কান্তি দাস, অতি সাদামাটা সহজ সাবলীল একজন মানুষ। এতো কথা কম বলা স্টুডেন্ট এ’যাবৎ শা এসোসিয়েটস অফিসে এর আগে আসেননি। আমাদের চট্টগ্রাম অফিসে কাগজপত্র জমা দিয়ে মনোজিৎ স্যারকে বললেন, আমার ভবিষ্যত গড়ে দিন। বাংলাদেশে যা করেছি , এর চেয়ে বেশী কিছু এবার কানাডায় করতে চাই। মনোজিৎ স্যার জানেন, কোন ছাত্রের ফাইল কিভাবে কি প্রসেসে করতে হবে? চিটাগংয়ের প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে হিউমান রিসার্চ ম্যানেজমেন্ট বিষয়ে অনার্স শেষ করে একটা এমবিএ বদলে দিতে পারে ক্যারিয়ার-এর লাইফলাইন। কানাডার থমসন রিভার্স ইউনিভার্সিটিতে এমবিএতে ভর্তি করতে খুব বেশী একটা বেগ পেতে হয়নি, কারণ ভালো IELTS, স্ট্যান্ডার্ড সিজিপিএ, একটা চমৎকার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড মিহিরদার ভিসা পেতেও অনেক সহায়ক হয়েছে। আমাদের কারিশমা তো ছিলই। কারণ চট্টগ্রামে মনোজিৎ স্যার একমাত্র কনসালটেন্ট, যার রয়েছে কানাডা কোর্স গ্রাজুয়েট সার্টিফিকেট এর মতো সম্মাননা, যা কিনা প্রদান করেছে জার্মানি ও কানাডার যৌথ শিক্ষা মন্ত্রণালয়। অতএব, মনোজিৎ স্যারের কথায় বিশ্বাস রেখে মিহিরদা আজকে কানাডার ট্রপিকেল আবহাওয়ার থমসনের মেপললিফ ক্যাম্পাসে। মিহিরদাকে শা টিমের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও ভালবাসা। 

Leave a Comment