L O A D I N G

চট্টগ্রামের মোহাম্মদ ওয়াহিদ শওকতের কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ে ম্যাকানিকেল ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন নিয়ে এবার দেশ ছাড়ার পালা।

নদী-বন্দর-দরগা, তিনে মিলে চাটগাঁর ছেলে মোহাম্মদ ওয়াহিদ শওকত। চট্টগ্রামের খ্যাতনামা ইংলিশ মিডিয়াম স্কুল CGS এন্ড DUCK থেকে ও’লেভেল এন্ড এ’লেভেল শেষ করে এবার বিদেশী ডিগ্রী নেবার পালা। বাবা হোটেল ব্যবসায়ী মোহাম্মদ শওকত সাহেবের সম্মতি মিললো খুব তাড়াতাড়ি। চট্টগ্রামে এ’ব্যাপারে পরামর্শ নেবার প্রতিষ্ঠানতো একটাই, শা এসোসিয়েটস। মনোজিৎ স্যারের হাত ধরেই স্বপ্নের সীমানায় হেঁটে বেড়ানো। কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ে ম্যাকানিকেল ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন নিয়ে এবার দেশ ছাড়ার পালা। জীবনের একটা কঠিন সিদ্ধান্তের সময় একজন কনসালটেন্ট অনেক বড় ভূমিকা রাখেন। সেই ক্ষনিকের মেন্টরকে কৃতজ্ঞতা জানানোর ভাষার অনেক মাধ্যমের মধ্যে আমাদের কাছে সবসময় মূল্যবান একটি ছবি। সেই ছবি তুলে ওয়াহিদ ভাই কানাডার মন্ট্রিয়লে সকলের মন জয় করে চলুক, মনোজিৎ স্যার সেই জিতের সাহসই দিয়ে দিলেন। — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment