![](https://blog.saavisa.com/wp-content/uploads/2022/11/316668675_5602615039818001_1630300915251634049_n.jpg)
খেলায় হারজিত থাকবেই | এই পৃথিবীতে সব কিছুতেই অনিশ্চয়তা | ঘর থেকে বের হয়ে ঘরে ফিরবে …সেই গ্যারান্টি যেখানে নেই, এটা তো সামান্য ফুটবল খেলা | খেলার উত্তেজনা , হারজিত , জয়-পরাজয় নিয়ে অহেতুক বাকবিতন্ডা তর্ক-বিতর্ক গোলোযোগে জড়িয়ে নিজের ক্ষতি করবেন না | খেলাকে উপভোগ করুন , আনন্দে সময় কাটান | পরিবারের সাথে বসে খেলা এনজয় করুন | খুব প্ৰয়োজন না হলে পাবলিক প্লেসে বসে কিংবা বন্ধুর বাসায় বসে খেলা দেখা এভোয়েড করুন | — শা অ্যাডমিন ম্যানেজার