L O A D I N G

ক্রেডিট ট্রান্সফার : চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি টু কনকর্ডিয়া ইউনিভার্সিটি , কানাডা

মো: মনিরুল ইসলাম । চট্টগ্রামের গাংচিল , এবার কানাডার আকাশে রাজঁহাস হওয়ার অপেক্ষায় । ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় মাথায় বুদ্ধি এলো , গ্র্যাজুয়েশনটা কানাডাতে কমপ্লিট করলে কেমন হয় ? ধন্যবাদ মনিরুল, চমৎকার ডাইনামিক এই আইডিয়া মাথায় আনার জন্যে | আমরা ধন্যবাদ জানাচ্ছি মনিরুলের প্যারেন্টসকে, যাঁরা সন্তানের স্বপ্নের সাথে একাত্মতা ঘোষণা করে সাপোর্ট দিয়েছেন । আমাদের স্প্যাশাল থাঙ্কস ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে , যাঁরা মনিরুলকে সকল কাগজপত্র যথাসময়ে প্রদান করে ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামে সহায়তা করেছেন ; কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটির জন মলসন স্কুল অব বিজনেস ফ্যাকাল্টির এডমিশন কমিটিকেও আমাদের গ্রেট স্যালুট, মনিরুলকে তাঁদের বিশ্ববিদ্যালয়ে BBA-টা কমপ্লিট করতে, একজন ক্রেডিট ট্রান্সফার স্টুডেন্ট হিসেবে ! আমাদের আরেকটি ধন্যবাদ শা এসোসিয়েটসের চট্টগ্রাম শাখার রিজিওনাল ম্যানেজার মনোজিৎ দাস স্যারকে, যিনি এই স্বপ্ন সফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন । সকলের টিম ওয়ার্কেই এটা সম্ভব হয়েছে । ঢাকা এসে মনিরুল ও তাঁর শ্রদ্ধেয় পিতা ধন্যবাদ দিয়ে গেলেন আমাদের সিইও স্যারকে । এভাবেই একটা বন্ডিং তৈরী হয়, আমাদের ডাটাবেজে রয়েছে কানাডায় অধ্যয়নরত প্রায় তিন হাজার মনিরুলের সাফল্যের গল্প । এবার আপনাকে নিয়ে লিখতে চাই , যিনি এই পোস্ট পড়ছেন । — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment