L O A D I N G

ক্রেডিট ট্রান্সফার করে জারিফ ভাই চলে এলেন সেনেকা কলেজে |

কংগ্র্যাচুলেশন্স জারিফ জামান খান | স্কলাস্টিকা থেকে ও’লেভেল শেষ করে মালয়েশিয়ার Taylor’s College-এ A’level শেষ করে জারিফের পরবর্তী গন্তব্য ছিল কানাডা | দ্যা ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে আন্ডারগ্রেড করতে গিয়ে জারিফকে পেয়ে বসলো আন্তর্জাতিক ইস্যু ” কোভিড -১৯ “-এর ধাক্কা | ভার্সিটির ক্যাম্পাস বন্ধ, বন্ধু -বান্ধব নেই ; একটা কেমন যেন নিঃসঙ্গতা জারিফকে পেয়ে বসলো | জারিফ এই দুঃসময়ে পাশে পেলো আমাদের সিইও স্যারকে | একজন ক্যারিয়ার কনসালটেন্ট ও ইমেজ স্পেশালিস্ট হিসেবে সিইও স্যার জারিফকে পরামর্শ দিলেন , বাংলাদেশে চলে আসো | কিছু হলে পরে দেখা যাবে | আগে পারিবারিক বন্ধন , তারপর বিদেশে উচ্চশিক্ষা | নিজের জীবনকে যেনতেন ভাবে লালন-পালন করে বিদেশের মাটিতে ক্যারিয়ার গড়ার কোনো মানে হয় না | মা-বাবার সান্নিধ্য জীবনে খুব ইম্পর্টেন্ট | জারিফ তাই করলো | স্টাডি পার্মিট নিয়ে খুব চিন্তায় ছিল জারিফ | সিইও স্যার ভরসা দিয়েছিলেন, তুমি আবার কানাডা যাবে, আবার সেখান থেকে শুরু করবে , যেখানে তুমি রেখে এসেছো তোমার স্বপ্নের পরিকল্পনা ! সত্যি সত্যি কথা রেখেছেন সিইও স্যার | ক্রেডিট ট্রান্সফার করে জারিফকে নিয়ে এলেন সেনেকা কলেজে |

কানাডা থেকে আসার আগে জারিফ অনেকের সাথে কথা বলেছিলো এই বিষয়ে , সবাই খুব ভয় দেখিয়েছিলো ; গেলে আর কানাডার কোনো এয়ারপোর্ট দিয়ে ঢুকতে পারবে না | কারণ, তুমি সেশন শেষ না করেই চলে যাচ্ছ | জারিফের এখন মনে হচ্ছে , কি দেশে কি কানাডায় ম্যাক্সিমাম বাংলাদেশী কোনো বিষয়ে কোনো জ্ঞান না রেখেই অযথা পরামর্শ বিতরণ করে বেড়ান | যা অনেকের জন্য বিরক্তিকর ও বাড়তি চিন্তার উদ্রেক করে | ধন্যবাদ জারিফ আমাদের উপর আস্থা রাখার জন্য | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment