
বিশাল বিশ্বাস! নামের সাথে মনের যুৎসই বন্ধন। মোহাম্মদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) গণেশ গোপাল বিশ্বাসের অতি আদরের ছেলে বিশাল। সন্তানদের লেখাপড়ার ব্যাপারে গণেশদা যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। তাঁর একটাই কথা, সন্তান মানুষ তো সব কিছু পাওয়া। এটাই শ্রেষ্ঠ সম্পদ। খুলনার মিলিটারি কলেজিয়েট স্কুল থেকে এইচএসসি শেষ করে ক্যারিয়ারে নতুন একটা কিছু যোগ করতে বিশালের স্বপ্ন সত্যি বিশাল। আর সেটা কানাডাকে ঘিরেই। কারণ, অনার্স শেষ করে তারপর মাস্টার্সটা…. ভবিষ্যতে কানাডার পিআর কার্ড! এইসব সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েই বিশাল আমার কাছে এলো। ইতিমধ্যে বিশ্বের অনেক দেশ ঘোরা হয়ে গেছে ওর। শেষমেশ কানাডাকেই বেছে নিলো বিশাল। একটু নিরিবিলি ঝিমঝাম থাকতে পছন্দ করে। তাই মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ডকে বেছে নিলো ও। পছন্দের সাবজেক্ট কম্পিউটার সাইন্স। একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হওয়ার ইচ্ছা ওর! ভর্তি এবং ভিসা হাতে পেয়ে আমার সাথে দেখা করে গেলো। বিজ্ঞানের বিশাল সাম্রাজ্যে অবাধ বিচরণ করুক বিশাল… সেই প্রত্যাশায়। — সুপ্রিয় কুমার চক্রবর্তী, প্রধান নির্বাহী কর্মকর্তা